আদরের ইভানের প্রথম জন্মদিন, খুদেকে কোলে নিয়ে ভাইরাল ‘এখানে আকাশ নীল’এর শন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা শন ব‍্যানার্জি (sean banerjee), বঙ্গনারীদের ক্রাশের তালিকায় নতুন সংযোজন। সেই ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালে নবাব সিরাজ-উদ-দৌলার চরিত্রে শনকে দেখেই তাঁর প্রেমে পড়েছিলেন হাজারো মহিলা অনুরাগীরা। তারপর ‘এখানে আকাশ নীল’এ ডঃ উজানের ভূমিকায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শন‍। সিরিয়ালটি শেষ হওয়ার খবরে সোশ‍্যাল মিডিয়া তোলপাড় করেছিলেন শন অনুরাগীরা।

কয়েক মাসের বিরতি নিয়ে আবারো নতুন অবতারে টেলিভিশনে ফিরছেন অভিনেতা। স্টার জলসাতেই ‘মন ফাগুন’ সিরিয়ালে একজন ট‍্যুর গাইডের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নতুন সিরিয়ালের সম্প্রচার শুরু হয়নি। উপরন্তু লকডাউনে বন্ধ রয়েছে শুটিংও। তাই সোশ‍্যাল মিডিয়াতেই বেশি সময় কাটাচ্ছেন শন।


আগে নেটমাধ‍্যমে তেমন সক্রিয় না থাকলেও সম্প্রতি গতিবিধি তুলনামূলক বেড়েছে তাঁর। সম্প্রতি এক খুদেকে নিয়ে ক‍্যামেরাবন্দি হন শন। ছবিতে দেখা যায় পুঁচকেকে কোলে বসিয়ে হাসিমুখে ক‍্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। এই খুদে আসলে শনের ভাইপো, ইভান ব‍্যানার্জি। ছোট্ট ইভান এক বছরে পা দিল। তাই তার জন্মদিনের ছবিগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শন।

একটি ছবিতে দেখা যাচ্ছে, দেওয়ালে টাঙানো হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর ছবির দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে ছোট্ট ইভান। ছবিটি শেয়ার করে শন লিখেছেন, বার্থডে বয় এখন থেকে মেরিলিন মনরোর উপর ক্রাশ খাচ্ছে। মিষ্টি ইভানের সঙ্গে শনের ছবিটি ইতিমধ‍্যেই তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/CPiOn8Ht183/?utm_medium=copy_link

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা শনের কিন্তু রক্তেই বইছে অভিনয়। তিনি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি। এই বিষয়ে একবার শন বলেছিলেন, এমন একজন কিংবদন্তী অভিনেত্রীর নাতি হওয়া কিন্তু যথেষ্ট চাপের ব‍্যাপার। কারণ সবসময়ই সুপ্রিয়া দেবীর সঙ্গে তাঁর অভিনয়ের তুলনা করা হয়। তবে নিজের অভিনয় দিয়ে শন যে অসংখ‍্য মানুষকে তাঁর ভক্ত বানিয়ে ফেলেছেন তা অস্বীকার করার উপায় নেই।

X