বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দার অভিনেত্রীর মৃত্যুর খবরে ওলটপালট রবিবারের ছুটির দিন। গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রী পল্লবী দের (Pallabi Dey) ঝুলন্ত দেহ। আত্মহত্যা নাকি খুন, অভিনেত্রীর রহস্য মৃত্যুর কারণ খুঁজছে পুলিস। জেরার মুখে প্রয়াত অভিনেত্রীর প্রেমিক। পল্লবীর মৃত্যুর খবর পেয়ে বিধ্বস্ত অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ও (Sean Banerjee)।
‘আমি সিরিজের বেগম’ সিরিয়ালে শনের নায়িকা হয়েছিলেন পল্লবী। নবাব সিরাজ উদ দৌলা সেজেছিলেন শন। তিনি তখন ইন্ডাস্ট্রিতে নবাগত। ওটাই ছিল তাঁর প্রথম সিরিয়াল। অন্যদিকে ‘লুৎফা‘ পল্লবীর সেটা দ্বিতীয় সিরিয়াল। দারুন হিট হয়েছিল সিরিয়ালটি। এখন টেলিপাড়ার জনপ্রিয় মুখ শন। কিন্তু প্রথম নায়িকাকে ভোলেননি তিনি।
সংবাদ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে শন বলেন, খবরটা শুনে তিনি ‘শকড’। এই খবরটা বড় ধাক্কা হয়ে এসেছে তাঁর কাছে। আমি সিরাজের বেগম শেষ হয়ে যাওয়ার পর পল্লবীর সঙ্গে আর যোগাযোগ ছিল না তাঁর। কিন্তু তাই বলে তিনি এমন করবেন সেটা ভাবতে পারেননি শন। অভিনেতা বলেন, পল্লবী নতুন প্রোজেক্টে কাজ করছেন সেটা তিনি শুনেছিলেন। সহ অভিনেত্রী হিসাবে পল্লবী খুব ভাল ছিলেন বলে জানান ‘ঋষিরাজ’।
পল্লবীর মৃত্যুতে শোকস্তব্ধ টেলিপাড়া। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, মানসী সেনগুপ্ত। ‘কাকিমা বাঁচবে কী নিয়ে?’ শোকস্তব্ধ মানসী। জয়জিৎ জানান, শান্ত স্বভাবের মেয়ে ছিলেন পল্লবী। কিছুটা অন্যমনস্কও থাকতেন অবসরের সময়ে। কিন্তু তাই বলে আত্মহত্যা করবেন তিনি এটা ভাবতে পারছেন না কেউই।
জানা যাচ্ছে, গত দেড় মাস ধরে গড়ফায় একটি ফ্ল্যাটে থাকছিলেন পল্লবী। সঙ্গে থাকতেন তাঁর প্রেমিক। দুজনে লিভ ইন সম্পর্কে ছিলেন বলে খবর। এর আগে হাওড়ার রামরাজাতলায় থাকতেন পল্লবী। তারপর প্রেমিকের সঙ্গে গড়ফার ফ্ল্যাটে থাকা শুরু করেন। প্রেমিকের নাম সাগ্নিক চক্রবর্তী।
জানা যাচ্ছে, শনিবার এবং রবিবার প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল অভিনেত্রীর। রবিবার সকালে ধূমপান করতে বাইরে বেরিয়েছিলেন প্রেমিক সাগ্নিক। ফ্ল্যাটে ফিরে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান তিনি। ডাকাডাকি করেও সাড়া পাননি কোনো।
তারপর দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন পল্লবী। তিনিই পুলিসে খবর দেন। পুলিস দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে খবর। তবে ঘরের ভেতর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। আদৌ কি এটা আত্মহত্যা নাকি খুনের ঘটনা তা এখনো স্পষ্ট নয়।