এবার আদানিকাণ্ডে নীরবতা ভাঙল SEBI! জানিয়ে দিল বড়সড় তথ্য

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) রিপোর্ট সামনে আসার পর থেকেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে আদানি গ্রূপে (Adani Group)। শুধু তাই নয়, এই রিপোর্ট কার্যত বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে পুরো সংস্থার কাছেই। হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকে আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে ব্যাপক পতন পরিলক্ষিত হয়েছে।

পাশাপাশি, সামগ্রিকভাবে আদানি গ্রূপের বাজারমূল্যও প্রায় অর্ধেকে নেমে এসেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরাও পড়েছেন ব্যাপক ক্ষতির মুখে। এমতাবস্থায়, আদানি গ্রুপ তার কোম্পানি আদানি এন্টারপ্রাইজের FPO বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছে। এই আবহেই এবার এহেন ঘটনার পরিপ্রেক্ষিতে নীরবতা ভঙ্গ করে নিজের মতামত জানাল SEBI (Securities and Exchange Board of India)।

কি জানিয়েছে SEBI: মূলত, আদানি গ্রূপের প্রসঙ্গে SEBI জানিয়েছে যে, তারা বাজারে ন্যায্য, দক্ষতা এবং শক্তিশালী মৌলিক বিষয়গুলি সঠিকভাবে বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, তারা এটাও নিশ্চিত করেছে যে, স্টক মার্কেট একটি মসৃণ, স্বচ্ছ, দক্ষ পদ্ধতিতে কাজ করে। যেমনটি এখনও পর্যন্ত করে আসছে।

শেয়ার বাজার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত এক সপ্তাহ ধরে আদানি গ্রূপের বিভিন্ন সংস্থার শেয়ারে বেশ উত্থান-পতন পরিলক্ষিত হয়েছে। এই বিষয়ে SEBI জানিয়েছে, গত সপ্তাহে একটি ব্যবসায়িক গোষ্ঠীর শেয়ারের দামে অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা গেছে। বাজারের মসৃণ এবং দক্ষ কার্যকারিতার জন্য বিশেষ স্টকগুলিতে চরম অস্থিরতা মোকাবিলা করার ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।

whatsapp image 2023 02 04 at 8.11.21 pm

আদানি গ্রুপ: আদানি গ্রূপের শেয়ারের পতনের বিষয়ে SEBI জানিয়েছে, সমস্ত নির্দিষ্ট ঘটনা নজরে আসার পরে SEBI সেগুলি পরীক্ষা করে এবং যথাযথ ব্যবস্থা নেয়। উল্লেখ্য যে, হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। এরপর থেকে আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে ক্রমাগত পতন ঘটছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর