বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) নিয়মিতভাবে বিনিয়োগ করেন অনেকেই। এমতাবস্থায়, শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য মার্কেট রেগুলেটর SEBI অর্থাৎ Securities and Exchange Board of India একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য নিয়ে জানা গিয়েছে যে, মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য SEBI বেসিক সার্ভিস বিশিষ্ট ডিম্যাট অ্যাকাউন্টের লিমিট ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করেছে।
ইতিমধ্যেই, SEBI একটি সার্কুলারে জানিয়েছে যে, নতুন নির্দেশিকা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, Basic Services Demat Account (BSDA)-এ রাখা সিকিউরিটিজের মূল্যের লিমিট বাড়ানো ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার বাজারে লেনদেন করতে এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে উৎসাহিত করবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, BSDA হল একটি নিয়মিত ডিম্যাট অ্যাকাউন্টের আরও মৌলিক সংস্করণ। মার্কেট রেগুলেটর SEBI ২০১২ সালে BSDA সুবিধা চালু করেছিল। যেখানে ছোট পোর্টফোলিও রয়েছে এমন বিনিয়োগকারীদের ডিম্যাট চার্জের বোঝা কম হয়।
BSDA অ্যাকাউন্টের শর্তাবলি: SEBI জানিয়েছে, একজন ব্যক্তি যদি একমাত্র বা প্রথম হোল্ডার হিসেবে শুধুমাত্র একটি ডিম্যাট অ্যাকাউন্ট বজায় রাখেন এবং তাঁর নামে সমস্ত ডিপোজিটরিতে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থাকে ও সেই অ্যাকাউন্টে থাকা সিকিউরিটিজের মূল্য কখনোই ১০ লক্ষ টাকার বেশি হয় না তাহলে তিনি BSDA অ্যাকাউন্ট বজায় রাখার জন্য যোগ্য।
আরও পড়ুন: দাম ২০৮৭ কোটি টাকা! যার কাছে গিয়েছে নেমে এসেছে অভিশাপ, ভারত থেকে কীভাবে পৌঁছল আমেরিকায়?
এই পরিবর্তনের আগে, BSDA-এর ক্ষেত্রে যোগ্য হওয়ার জন্য, ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সিকিউরিটিজ এবং ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ বহির্ভূত সিকিউরিটিগুলি একটি একক ডিম্যাট অ্যাকাউন্টে রাখার অনুমতি দেওয়া হয়েছিল। SEBI জানিয়েছে যে, ৪ লক্ষ টাকা পর্যন্ত পোর্টফোলিও মূল্যের জন্য BDSA-এর ক্ষেত্রে কোনও বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি থাকবে না। অপরদিকে, ৪ লক্ষ টাকার ওপরে এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত পোর্টফোলিও মূল্যের জন্য ফি হবে ১০০ টাকা।
আরও পড়ুন: সুখবর! এবার ১২ শতাংশ বেতন বৃদ্ধি অস্থায়ী কর্মীদের, বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের
এদিকে, যদি পোর্টফোলিওর মূল্য ১০ লক্ষ টাকার বেশি হয়, সেক্ষেত্রে BDSA স্বয়ংক্রিয়ভাবে একটি নিয়মিত ডিম্যাট অ্যাকাউন্টে রূপান্তরিত হবে। SEBI জানিয়েছে যে BDSA অ্যাকাউন্টধারীদের বিনামূল্যে ইলেকট্রনিক স্টেটমেন্ট দেওয়া হবে। এর পাশাপাশি, ২৫ টাকা দিয়ে ফিজিক্যাল অ্যাকাউন্টের বিবরণও নেওয়া যেতে পারে।