আর মিলবে না রেহাই! অনিল আম্বানির পর এবার এই বিজনেসম্যানকে নিষিদ্ধ করল SEBI, সামনে এল কারণ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (Securities and Exchange Board of India, SEBI) তরফে একের পর এক কড়া অ্যাকশন নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে অনিল আম্বানিকে। তবে, এবার আরও একজন ব্যবসায়ীকে ব্যান করা হল শেয়ার বাজার থেকে।

বড় পদক্ষেপ SEBI-র:

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, SEBI রাজস্থানে স্থিত Debock Industries Limited এবং তার প্রোমোটার্স ও চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ মনভীর সিংকে বিনিয়োগকারীদের প্রতারণার জন্য শেয়ার বাজার থেকে থেকে নিষিদ্ধ করেছে। SEBI জানিয়েছে যে ওই প্রোমোটাররা কোম্পানির ফান্ডের অপব্যবহারের সাথে জড়িত।

   

SEBI has banned this businessman after Anil Ambani.

কত কোটি টাকার জালিয়াতি হয়েছে: জানা গিয়েছে যে, Debock Industries-এর (DIL) প্রোমোটার সুনীল কালোট এবং মুকেশ মনভীর সিংয়ের স্ত্রী প্রিয়াঙ্কা শর্মাকেও শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও, SEBI এই তিনজনের দ্বারা পরিচালিত প্রতারণামূলক কার্যকলাপ থেকে মোট ৮৯.২৪ কোটি টাকার অর্জিত লাভও বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই SEBI এই তাঁদের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। NSE-তালিকাভুক্ত Debock Industries প্রধানত কৃষি যন্ত্রপাতি, হোটেল পরিষেবা এবং খনির ব্যবসা করে।

আরও পড়ুন: ফুল চার্জে আদৌ কি ৫৮৫ কিমি ছুটতে পারে Tata Curvv EV? পরীক্ষা করতেই সামনে এল “আসল সত্য”

অনিল আম্বানিকেও নিষিদ্ধ করা হয়েছে: জানিয়ে রাখি যে, সম্প্রতি, বাজার নিয়ন্ত্রক SEBI অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স হোম ফাইন্যান্সকে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে এবং এই সংস্থাটিকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি অনিল আম্বানিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে SEBI। অনিল সহ ২৪ টি সংস্থার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। SEBI শেয়ার বাজার থেকে তাদেরকে নিষিদ্ধ করেছে। এছাড়াও, ২৫ কোটি টাকা জরিমানাও করেছে।

আরও পড়ুন: নদীর তীরে হাঁটছিল কুকুর, ৩ সেকেন্ডেই হল অদৃশ্য! ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠলেন নেটিজেনরা

এদিকে, SEBI-র এই নিষেধাজ্ঞার পর অনিল আম্বানি আর শেয়ার বাজারে অংশ নিতে পারবেন না। তিনি, RHFL-এর প্রধান ম্যানেজমেন্ট কর্মীদের সহায়তায়, RHFL থেকে ফান্ড তোলার জন্য একটি প্রতারণামূলক স্কিম তৈরি করেছিলেন। যেটি তিনি সংযুক্ত সংস্থাগুলির ঋণ হিসেবে প্রকাশ করেছিলেন। যদিও, RHFL-এর বোর্ড অফ ডিরেক্টর এই ধরণের ঋণ দেওয়ার পদ্ধতি বন্ধ করার জন্য কঠোর নির্দেশ জারি করেছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর