বাংলাহান্ট ডেস্ক: বিনিয়োগকারীদের জন্য বড় খবর আনল সেবি (SEBI)। অনেক সময় দেখা যায়, প্রযুক্তিগত কারণে লেনদেন আটকে যায় স্টক এক্সচেঞ্জে। এই পরিস্থিতি থেকে বিনিয়োগকারীদের রেহাই দিতে কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে সেবি। জানা গিয়েছে, স্টক এক্সচেঞ্জের সময় বাড়ানো হতে পারে।
এ বিষয়ে সেবি জানিয়েছে, তাদের দিক থেকে কোনও সমস্যা নেই। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কও এর আগে ট্রেডিং-এর সময় বাড়ানোর জন্য সবুজ সঙ্কেত দিয়েছিল। এছাড়াও বাইব্যাকের নিয়মে পরিবর্তন করবে সেবি। সেই বিষয়ে অনুমোদনও দিয়েছে তারা। শেয়ার বাইব্যাক বলতে কী বোঝায়?
যখন কোনও সংস্থা তার নিজস্ব অর্থ বিনিয়োগ করে তার নিজস্ব শেয়ার কিনে নেয়, তাকে বাইব্যাক বলা হয়। এক্ষেত্রে কোম্পানির ইক্যুইটি মূলধন কমে যায়। এই নিয়মেই পরিবর্তন আনতে চাইছে সেবি। তারা সিদ্ধান্ত নিয়েছে, এক্সচেঞ্জ রুটের মাধ্যমে বাইব্যাক নিয়মটি সরিয়ে দেওয়া হচ্ছে।
এছাড়াও বিনিময়ের মাধ্যমে পরিমাণ ব্যবহারের সীমাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইব্যাকের জন্য পরিমাণ ব্যবহারের সীমা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। আগে এই সীমা ছিল ৫০ শতাংশ। সেবি সূত্রে খবর, বাইব্যাক ব্যাখ্যা করতে এক্সচেঞ্জের একটি পৃথক একটি উইন্ডো তৈরি করা হবে। পুরোনো নিয়মগুলি এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হবে।
সেবির নতুন সিদ্ধান্তে বাইব্যাকের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এ বার থেকে আপনি এক দিন আগে অবধি ব্যাইব্যাকের মূল্য বাড়াতে পারেন। রেকর্ড ডেটের একদিন আগে এই মূল্য বাড়ানো যাবে। তারপর শেয়ার বাইব্যাক প্রক্রিয়া শেষ করতে হবে ১৮ দিনের মধ্যে।