রেডি আছে জমি, হাতে আছে টাকাও! এবার কী তবে দ্বিতীয় বিমানবন্দর পাচ্ছে কলকাতাবাসী?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর পাশাপাশি আরও একটি নতুন এয়ারপোর্ট (Airport) শুরু করার ব্যাপারে আলোচনা চলছে। সেই এয়ারপোর্ট (Airport) নির্মাণে এগিয়ে এসেছে রাজ্য সরকারও ( State Government)। তবে দীর্ঘ বছর ধরে আলোচনা চললেও কাজ এগোয়নি কিছুই।

কলকাতায় (Kolkata) দ্বিতীয় বিমানবন্দর (Airport) নিয়ে চর্চা শুরু

তাই এখনো অনেকের মনে প্রশ্ন কলকাতায় (Kolkata) কবে হবে দ্বিতীয় বিমানবন্দর (Airport)? তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় এই প্রশ্নই তুললেন। বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার জমির সন্ধান শুরু করে ২০২২ সালে। বিষয়টি জানানো হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকেও। দমদম বিমানবন্দরের চাপ কমানোর জন্যই প্রস্তাব দেওয়া হয় দ্বিতীয় বিমানবন্দর তৈরির।

আরোও পড়ুন : সরকারি সংস্থা BSNL’কে কিনে নিয়েছে Tata! দেশজুড়ে চর্চা তুঙ্গে, আসল সত্যিটা কী জানেন?

বরাদ্দ করা হয় অর্থ। বৃহস্পতিবার সংসদে (Members of Parliament) সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay) বলেন, “বাংলা সব ক্ষেত্রে বঞ্চিত। কলকাতায় কেন কোনও দ্বিতীয় বিমানবন্দর তৈরি করা হচ্ছে না? টাকা বরাদ্দ হয়েছে । জমি দিয়েছে রাজ্য সরকার। কেন সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না। বাংলার মানুষ যদি চায়, জমি যদি পাওয়া যায়, তাহলে কেন বিমানবন্দর হবে না?”

kolkata airport

অন্যদিকে, দুটি বিমানবন্দরের মধ্যে যে দূরত্ব নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেই বিষয়টিও উল্লেখ করেন তৃণমূল সাংসদ। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু জবাবে জানান, কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর নির্মাণ করা হবে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলেন, “অধিবেশন শেষ হলে আমরা একটা স্পেশাল মিটিং করতে পারি এই বিষয়ে।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X