খোঁজ মিলল দ্বিতীয় আক্রান্তের! এই রাজ্যে দুবাই ফেরত এক ব্যক্তির শরীরের মিলল মাঙ্কিপক্সের ভাইরাস

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে ফের ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই নতুন করে হাজার হাজার জন এই অদৃশ্য মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ঠিক এই আবহেই ফের চিন্তা বাড়াচ্ছে আরও একটি ভাইরাস। শুধু তাই নয়, ইতিমধ্যেই ভারতে ওই ভাইরাসে আক্রান্তের খোঁজও মিলেছে। আর তাতেই বিপদের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মূলত, সম্প্রতি কেরালায় খোঁজ মিলেছে আরও এক মাঙ্কিপক্স (Monkeypox) ভাইরাসে আক্রান্ত রোগীর।

পাশাপাশি, এই প্রসঙ্গে সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন যে, ইতিমধ্যেই কান্নুর জেলায় একজন মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া যায়। যার ফলে এখনও পর্যন্ত কেরালায় মোট ২ জনের শরীরে মিলেছে এই ভাইরাস। জানা গিয়েছে, দুবাই থেকে কেরালায় আসার পর এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়ে। আর তারপরেই নুমনা পরীক্ষা করা হয় তাঁর।

এমতাবস্থায়, জানা যায় তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার তিনি ম্যাঙ্গালোর বিমানবন্দরে নামেন। আপাতত তিনি পারিয়ারাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ঠিক থাকলেও তিনি যাঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে।

কি ভাবে ছড়ায় এই রোগ: মাঙ্কিপক্স ভাইরাসের প্রসঙ্গে প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করেছিলেন যে, করোনার মতোই হয়তো “ড্রপলেট”-এর মাধ্যমে ছড়াচ্ছে এই ভাইরাস। যার ফলে কোনো ব্যক্তির শরীরের শ্বাসনালী, নাক, মুখ, চোখ অথবা কোনো ক্ষতস্থানের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করছে ভাইরাসটি। যদিও, এই ধারণা থেকে কিছুটা সরে এসে এখন চিকিৎসকরা মনে করছেন যে, যৌনমিলনের মাধ্যমেও এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে।

Monkeypox CDC 645x645 1

রোগের উপসর্গ: এই রোগের প্রাথমিক উপসর্গগুলি হল, মাথাব্যথা, পিঠে ও ঘাড়ে ব্যথা, সারা গায়ে ছোপ ছোপ দাগ, মানসিক অবসাদ, খিঁচুনি এবং জ্বর।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর