হার্দিককে পান্ডু বলে ডাকায় BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে হাসির রোল উঠলো নেট দুনিয়ায়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ড সফর বেশিরভাগ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সুখস্মৃতিই উপহার দিল। এজবাস্টনে টেস্ট ম্যাচ হেরে সফর শুরু হয়েছিল ভারতের। যদিও সেই টেস্টের প্রথম তিন দিন ভারতেরই দখলে ছিল ম্যাচটি। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে জস বাটলারদের তাদের ঘরের মাঠে হারিয়েছেন দুটো সিরিজ চিত্রের রোহিতের ভারত। ফলে খুব স্বাভাবিকভাবেই খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

<span;>খুশি স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও। কুড়ি বছর আগে ইংল্যান্ডের মাটিতে তার অধিনায়কত্বে ন্যাটওয়েস্ট সিরিজ জিতেছিল ভারত। ভারতীয় ক্রিকেটের নতুন যুগের সূচনা ঘটেছিল সেই জয়। এবার রোহিত শর্মা দের এই দুর্দান্ত জয়ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় সমর্থকদের আশাবাদী করে তুলছে। ফলে বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভের খুশি হওয়াটা স্বাভাবিক। কিন্তু খুশির বশবর্তী হয়ে তিনি এমন একটি কান্ড করেছেন যা দেখে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে।

<span;>ইংল্যান্ডের সিরিজ জেতার সহজ নয় এই কথাটা উল্লেখ করে সৌরভ গাঙ্গুলী প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর সাথে সাথে তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবং বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে গত কালকের ম্যাচের হিরো রিশভ পন্থ এবং হার্দিক পান্ডিয়াকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু মজার ব্যাপার হলো সবাইকে নিজেদের নামে শুভেচ্ছা জানালেও হার্দিক পান্ডিয়াকে নিজের টুইটে “পান্ডু” বলে উল্লেখ করেছেন সৌরভ, যা দেখে নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে।

<span;>তবে সৌরভ গাঙ্গুলী পান্ডু বলে ডাকলেও হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স কিন্তু মোটেও পান্ডুসুলভ নয়। চোট কাটিয়ে ফিরে আসার পর থেকে আইপিএল দেশের জার্সিতে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে দুটি ফরম্যাটেই দুর্দান্ত ক্রিকেট উপহার দিচ্ছেন হার্দিক। আইপিএলের পাশাপাশি দেশের ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে ফেলেছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই দুর্দান্ত ফর্মে তারকা অলরাউন্ডার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর