দ্বিতীয় হুগলি ব্রিজে বার্জের ধাক্কা

 

রাজীব মুখার্জী, হাওড়া

আজ সকাল ১২:৪৫ মিনিট নাগাদ ঘটে এই ঘটনাটি।গঙ্গায় হঠাৎ আসা বানে একটি কয়লা বোঝাই বার্জ ধাক্কা মারল দ্বিতীয় হুগলি সেতুর পিলারে। সেতুর মূল স্তম্ভে সজোরে ধাক্কা মেরে বার্জটি একদিকে হেলে যায়।পিলারের ক্ষতি কতটা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
এরপর রিভার পুলিশ এসে উদ্ধার করে বার্য টিকে।

IMG 20190803 153825
অন্য বার্জ নিয়ে এসে ধাক্কা খাওয়া বার্জটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। নদীতে বান আসার কারণে এই ঘটনা বলে অনুমান।

সম্পর্কিত খবর