বাংলাহান্ট ডেস্ক : বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল মার্চে। এবার পালা বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণের (Lunar Eclipse)। জ্যোতিষ শাস্ত্রে গ্রহ নক্ষত্রের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি গুরুত্ব রয়েছে গ্রহণের। সেটা চন্দ্রগ্রহণ হোক কিংবা সূর্যগ্রহণ। গ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা যেমন রয়েছে, তেমনই রয়েছে ধার্মিক দৃষ্টিকোণ। ফাল্গুন মাসের পূর্ণিমায় অর্থাৎ গত ১৪ মার্চ বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।
বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)
তবে ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হয়নি। তাই এই চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) সূতক কাল মানা হয়নি। সেপ্টেম্বরে পিতৃপক্ষের দিনে হবে বছরে দ্বিতীয় চন্দ্রগ্রহণ। জ্যোতিষ শাস্ত্র বলছে, আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫ সালে হবে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ২০২৪ সালের চন্দ্রগ্রহণ হয়েছিল পিতৃপক্ষের দিনেই। একই ভাবে এই বছরেও চন্দ্রগ্রহণ হবে পিতৃপক্ষে।
আরও পড়ুন : আজকের রাশিফল ৬ এপ্রিল, আর্থিক দিক থেকে মালামাল হবে এই চার রাশি
ভারতীয় সময় ৭ সেপ্টেম্বর সকাল ৯টা ৫৭ মিনিট থেকে এই গ্রহণ শুরু হয়ে চলবে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২৩ মিনিট পর্যন্ত। এবার বড় প্রশ্ন, ভারত (India) থেকে কি এই চন্দ্রগ্রহণ দেখা যাবে? তাহলে উত্তর হবে, হ্যাঁ! বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখতে পাবেন ভারতবাসী। এই গ্রহণের সূতক কালও মানা হবে। ভারত ছাড়াও এই গ্রহণ দেখা যাবে, অস্ট্রেলিয়া, ইউরোপ, নিউজিল্যান্ড, আমেরিকা ও আফ্রিকা থেকেও।
সূর্যের পরিক্রমার সময় চাঁদ ও সূর্যের মাঝে এসে যায় পৃথিবী। ফলস্বরূপ, পৃথিবীর ছায়াতে পুরোপুরি পুরোপুরি ঢাকা পড়ে যায় চাঁদ। জানা গিয়েছে যে, বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিদ্যা বলছে, ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। চাঁদের চারিদিকে লাল রঙা আভা দেখা যাবে। এটি নিঃসন্দেহে একটি বিরল দৃশ্য হতে চলেছে।