দ্বিতীয় ট্রায়ালেও সফল হল নতুন বন্দে ভারত এক্সপ্রেস! ১৮০ কিলোমিটার গতিতে ছুটল ট্রেন

বাংলা হান্ট ডেস্ক: রেলযাত্রীদের জন্য এবার এল বিরাট সুখবর! গত বৃহস্পতিবার দেশের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) দ্বিতীয় ট্রায়াল সম্পন্ন হয়। আর সেই ট্রায়ালেই দারুণভাবে উত্তীর্ণ হয় ট্রেনটি। জানা গিয়েছে যে, বন্দে ভারত এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেসকে প্রতিস্থাপিত করবে। পাশাপাশি, শতাব্দী এক্সপ্রেসের মতই সমান সংখ্যক যাত্রী বহন করবে ওই ট্রেন। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে বন্দে ভারত-এর দ্বিতীয় ট্রায়াল সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। পাশাপাশি, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

এই প্রসঙ্গে রেলমন্ত্রী জানিয়েছেন, গত বৃহস্পতিবার বন্দে ভারত-এর দ্বিতীয় ট্রায়ালটি সম্পন্ন হয়েছে। RDSO এই ট্রায়ালটি কোটা-নাগরা সেকশনের মাঝখানে পরিচালনা করে। এই রুটে ট্রেনটিকে ১২০, ১২০, ১৫০ এবং ১৮০ কিলোমিটার গতিবেগে চালানো হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে গত ১৯ আগস্টও বন্দে ভারত এক্সপ্রেসের একটি ট্রায়াল সম্পন্ন করা হয়েছিল। সর্বোপরি, বন্দে ভারত এক্সপ্রেস প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম বলেও জানা গিয়েছে।

   

মূলত, এই এক্সপ্রেসটিকে আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রস্তুত করা হয়েছে। এছাড়াও, এই ট্রেনে একটি বিশেষ ধরণের ব্রেকিং সিস্টেম বসানো হয়েছে। যা বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। পাশাপাশি, যাত্রীদের আরও আরামদায়ক সফর এবং নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। এমনকি, যাত্রীরা যাতে কেবিনের ভেতরে বেশি জায়গা পেতে পারেন সেজন্য ট্রেনটির বেশির ভাগ যন্ত্রপাতি নিচে বসানো হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনের ট্রায়াল শেষ হলেই সেই রিপোর্ট রেলওয়ে সেফটি কমিশনারের কাছে পাঠানো হবে। এমতাবস্থায়, সেফটি কমিশনারের অনুমতি পাওয়ার পরেই নতুন রুটে শুরু করা হবে ওই ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, নতুন বন্দে ভারত এক্সপ্রেস আহমেদাবাদ এবং মুম্বাইয়ের মধ্যে চালানো হতে পারে।

আগামী বছরের মধ্যে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেসের পরিকল্পনা করা হয়েছে: ভারতীয় রেল আগামী বছরের ১৫ আগস্টের মধ্যে ৭৫ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করার পরিকল্পনা করেছে। তাই, অত্যন্ত দ্রুততার সাথে এই ট্রেনগুলির নির্মাণ কাজ করা হচ্ছে বলে জানা গিয়েছে। রেলমন্ত্রী নিজেই এই দিকে নজর রাখছেন। এমতাবস্থায়, রেলের লক্ষ্য হল প্রতি মাসে ৬-৭ টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর