বাংলা হান্ট ডেস্কঃ হাতে আর একমাসও সময় নেই। তারপরেই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। পরীক্ষা শুরুর একমাস আগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে করা হল এক বিরাট ঘোষণা। আজই পর্ষদের তরফে জানানো হল মাধ্যমিক চলাকালীন ছুটি পাবেন না রাজ্যের শিক্ষক ও শিক্ষা কর্মীরা। সেই সাথে তাদের ছুটির দেওয়ার ক্ষেত্রে বেঁধে দেওয়া হলো একগুচ্ছ শর্ত। জানা যাচ্ছে, এবার থেকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষা কর্মীদের ছুটি পেতে গেলে মানতে হবে বেশ কিছু শর্ত। ওই সমস্ত শর্ত পূরণ হলে তবেই মিলবে ছুটি।
মাধ্যমিক (Madhyamik) শুরুর আগে একগুচ্ছ শর্ত
মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে বুধবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে স্কুলগুলিকে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা কেন্দ্র হিসেবে বাছাই করা হয়েছে সেই স্কুলগুলির শিক্ষক ও শিক্ষা কর্মীরা উপযুক্ত কারণ ছাড়া কোন ছুটি পাবেন না। শুধুমাত্র তাঁদের সন্তান যদি মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হন তাহলেই এই ছুটি পাওয়া যাবে। সেক্ষেত্রে সন্তানের পরীক্ষার রুটিন, অ্যাডমিটকার্ডসহ যাবতীয় নথি প্রমাণ হিসেবে জমা দিতে হবে।
বাবা ও মা দুজনেই যদি শিক্ষক-শিক্ষিকা কিংবা শিক্ষা কর্মী হয়ে থাকেন তাহলে ছুটি নিতে পারবেন শুধুমাত্র একজন। অন্তত তিন সপ্তাহ আগে ছুটির জন্য আবেদন করতে হবে। যদি কোন শিক্ষকের সন্তান মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থী হয়ে থাকেন আর তিনি যদি কোন ছুটি না নিয়ে থাকেন তাহলে তাঁকে প্রশ্নপত্র খোলা, বিতরণ কিংবা পরীক্ষকের দায়িত্ব দেওয়া হবে না।
আরও পড়ুন: ‘গাফিলতি প্রমাণ হলেই …’, ‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ডে ছাড় নেই! কী বললেন অভিষেক?
পর্ষদের তরফে পরীক্ষা শুরুর একমাস আগে এই নির্দেশিকা জারি করায় এপ্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, ‘মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে মূলত সন্তান প্রতিপালনের ছুটির কথা বলা হয়েছে। কিন্তু যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা দুর্ঘটনায় মুখে পড়েন সে ক্ষেত্রে কী হবে? তাঁদের ব্যাপারেও পরিষ্কার নির্দেশ দিলে ভালো হয়।’ একইসাথে তিনি জানিয়েছেন,’আমরাও অহেতুক ছুটি নেওয়ার বিরোধী। তবে অনেক প্রধান শিক্ষক-শিক্ষিকা পর্ষদের এই এই নির্দেশকে হাতিয়ার করে দমনপীড়ন চালাতে পারেন।’
উল্লেখ্য এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। ওই দিন প্রথম ভাষা দিয়ে শুরু হবে প্রথম পরীক্ষা। এরপর দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে ১১ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি হবে অংক, ১৭ ফেব্রুয়ারি হবে ইতিহাস, ১৮ তারিখ ভূগোল, তারপরের দিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান ২০ তারিখ পদার্থবিজ্ঞান, আর শেষে ২২ তারিখ হবে ঐচ্ছিক বিষয়। আগামী ৩০ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে।