বিপাকে জো বাইডেন! মার্কিন রাষ্ট্রপতির বাসভবন থেকে উদ্ধার গোপন নথি, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

   

বাংলা হান্ট ডেস্ক : বড় সমস্যায় পড়লেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন(Joe Biden)। তাঁর ডেলাওয়্যারের (Delaware) বাসভবনে বেশ কিছু গোপন নথি আবিষ্কার হয়েছে। যা নিয়ে বাড়ছে চরম বিতর্ক। এরই সঙ্গে, মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড (Merrick Garland) বৃহস্পতিবার বিষয়টির তদন্ত করার জন্য একটি বিশেষ স্বাধীন কাউন্সেলের নাম উল্লেখ করেন। গারল্যান্ড একটি বিবৃতি দিয়ে জানান ট্রাম্পের (Donald Trump) নিযুক্ত করা মেরিল্যান্ডের (Maryland) প্রাক্তন অ্যাটর্নি রবার্ট হুর (Robert K. Hur) তদন্ত করবেন যে নথিগুলি বাইডেন অথবা তার দল ভুলভাবে ব্যবহার করেছে কিনা। হুর শিকাগো ফেডারেল প্রসিকিউটর জন লশের কাছ থেকে তদন্তের দায়িত্ব নেবেন বলে জানা যাচ্ছে।

মেরিক গারল্যান্ড আরও বলেন যে তাঁর রবার্ট হুরের ক্ষমতা সম্পর্কে কোনও সন্দেহ নেই। তিনি এই তদন্তে তাঁর দায়িত্ব পালন করবেন বলেই বিশ্বাস করেন তিনি। অপর দিকে এই দায়িত্বে নিয়োগের পর, হুর একটি বিবৃতি দিয়ে যে তিনি নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করবেন। বাইডেনের আইনজীবীদের রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবনের গ্যারেজে গুরুত্বপূর্ণ নথি আবিষ্কৃত হয়। তার কয়েক ঘন্টা পরই গারল্যান্ড এই ঘোষণাটি করেন। তবে ঠিক কখন ওই নথি আবিষ্কৃত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

joe biden 2

হোয়াইট হাউসের তরফ থেকে বৃহস্পতিবার বলা হয় যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবন এবং তার ব্যক্তিগত কার্যালয় থেকে আরও বেশ কিছু গোপন নথি পাওয়া যায়। জানা যাচ্ছে, ওয়াশিংটনে বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে উদ্ধার হওয়া নথিগুলি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়কালের। এই সময়টায় তিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে, রাষ্ট্রপতি বাইডেন মেক্সিকোতে বলেন যে একটি ব্যক্তিগত অফিসে কিছু নথি পাওয়া গেছে জেনে তিনি অবাক হন। বাইডেন বলেন যে সেই কাগজপত্রগুলিতে কী ছিল সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে এই বিষয়ে তদন্তের জন্য কর্তৃপক্ষের সঙ্গে সব রকম সহযোগিতা করবেন বলেই জানান বাইডেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর