হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, ১৪৪ ধারা জারি করতে বাধ্য হল কেরালার বাম সরকার

কেরালায় (kerala) করোনা পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার শনিবার থেকে এক মাসের জন্য রাজ্য জুড়ে সিআরপিসির ১৪৪ ধারা জারি করেছে, সে রাজ্যের সরকার। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোভিড -১৯ ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ হার এবং সক্রিয় তৃতীয় সর্বোচ্চ সংখ্যায় পৌঁছে গিয়েছে। করোনা মোকাবিলায় প্রাথমিকভাবে সফল হলেও এই সংক্রমণ প্রমাণ করল বিজয়নের সরকার কেরালায় করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ সফল নয়।

images 2020 10 02T180123.554
শুক্রবার গভীর রাতে কেরলের মুখ্যসচিব এই নোটিশ জারি করেন। সেই নোটিশ অনুসারে ৩ থেকে ৩১ অক্টোবর জারি হয়েছে কঠোর ১৪৪ ধারা। ১৪৪ ধারা অনুসারে পাঁচ জনের ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে সে রাজ্যে। প্রত্যেক জেলাশাসককে এই আদেশ মানতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, যে সব কনটেনমেন্ট জোনে করোনা বাড়ছে সেখানে আরো কড়া হতে পারে নিয়ম।

জানা যাচ্ছে, ওনাম উৎসবের পরই হু হু করে বাড়তে থাকে করোনা সংক্রমণ। পরিস্থিতি এতটাই খারাপ হাসপাতাল ও আইসিইউ ভর্তি হয়ে গিয়েছে। আগের তুলনায় ১২৬ শতাংশ বেড়েছে সংক্রমণের হার। পরিস্থিতি সামলাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সরকারকে। জনমানসে ছড়িয়ে পড়েছে ভয়।

সারা দেশে যখন করোনা পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল সেই সময় অত্যন্ত কার্যকরী ছিল কেরল মডেল। যদিও এখন সেই মডেল কার্যত মুখ থুবড়ে পড়েছে। ১১ সেপ্টেম্বর কেরলে যেখানে ১ লাখ ছিল। তিন সপ্তাহের মধ্যেই তা হয়েছে দ্বিগুন। বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও।

 

সম্পর্কিত খবর