হঠাৎ কালো ধোয়া! করমণ্ডলের পর এবার ওড়িশায় চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক, ভয়ে চেন টানলেন যাত্রীরা

বাংলা হান্ট ডেস্কঃ ওড়িশার (Odisha) বালেশ্বর বিপর্যয়ের ঘা এখনও দগদগে। শুক্রবারের সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩০০ এর কাছাকাছি মানুষ। আহতের সংখ্যা ১০০০ পেরিয়েছে। দম বন্ধ করা আতঙ্কে ভুগছে গোটা দেশ। এরই মধ্যে সামনে আরেক রেল দুর্ঘটনার (Train Accident) খবর। ফের সেই রাজ্যেই।

এবার সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেসে (Express Train) ছড়াল আগুন আতঙ্ক। রেল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরের দিকে সেকন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেস (Secunderabad Agartala Express) আপ ট্রেনটির একটি কামরা থেকে হঠাৎই ধোয়া বেরোতে দেখেন যাত্রীরা। আচমকা এরম বিপর্যয় দেখে ভয় পেয়ে যান অনেকেই।

আতঙ্কে, ভয়ে চিৎকার শুরু করেন সেখানে উপস্থিত সকলেই। তবে কিছু একটা সমস্যা হয়েছে বুঝতে পেরে বুদ্ধি করে ট্রেনের চেন টানেন কয়েকজন যাত্রী। তৎক্ষণাৎ ট্রেনটি থেমে যায়। সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেস ট্রেনটির B-5 কোচে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। এরপরই তারা ট্রেন থেকে নেমে যান।

শুধু সেই কামরাই নয়, তার আশেপাশেরও অনেকগুলি কোচ থেকে আতঙ্কে নেমে পড়েন যাত্রীরা। ট্রেনটিকে ওডিশার বেরহামপুর স্টেশনে থামিয়ে দেওয়া হয়। এই আগুন আতঙ্কের মধ্যে যাত্রীরা ফের সেই ট্রেনে সফর করতে চাইছেন না বলে জানা গিয়েছে।

odisha train accident

খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলকর্মীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এক্সপ্রেস ট্রেনটির এই কামরাতে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। তবে সেই আগুন ওই কামরা থেকে কতটা ছড়িয়ে পড়েছে তা এখনও জানা যায়নি। ট্রেনটি আজ ফের চালানো হবে কি না সেই বিষয়েও এখনও পর্যন্ত রেল তরফে কোনো খবর মেলেনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর