সোপিয়ানে অভিযান নিরাপত্তা বাহিনীর, এনকাউন্টারে খতম ৩ আল-বদর জঙ্গি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি। জানা গিয়েছে, তাঁরা আল-বদর জঙ্গিগোষ্ঠীর (Al-Badr Terrorists) সদস্য। জম্মু কাশ্মীরের সোপিয়ানে (Shopian) এই অভিযান চালায় নিরাপত্তা বাহিনীরা। পুলিশ সূত্রে খবর, এই জঙ্গিরা সকলেই ওই এলাকারই বাসিন্দা।

খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার কানিগাম এদিন ভোররাত থেকেই এনকাউন্টার শুরু করে নিরাপত্তা বাহিনীরা। আর তাতেই খতম হয় ৩ জঙ্গি। এই এনকাউন্টার অভিযোনে আল-বদর জঙ্গিগোষ্ঠীর ৪ নতুন সদস্যকে আটক করে নিরাপত্তা বাহিনী।

এই ৪ সদস্যকে আত্মসমর্পণের কথা বললে ১ জন রাজী হয়। কিন্তু বাকি ৩ জন তাঁদের সিদ্ধান্তে অনড় থাকে। যার ফলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। এবিষয়ে কাশ্মীর জোন পুলিশ ট্যুইটে জানায়, ‘৪ জন জঙ্গিকে আটক করার পর তাঁদের আত্মসমর্পণের কথা বলা হয়। অনেক করে বোঝানোর পর ১ জন রাজী হলেও, বাকি ৩ জন নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। পরবর্তীতে তাঁদের গুলি চালানো হয়’।

আরও জানা যায়, ‘আত্মসমর্পণ করা জঙ্গির নাম তৌসিফ আহমেদ। জানা গিয়েছে, সে আল-বদর গোষ্ঠীতে নতুন সদস্য। তবে ওই এলাকায় আরও জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে কিনা, তা খুঁজে বের করতে আবারও অভিযান চালিয়েছে পুলিশ’।

X