আগামীকাল দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়াম প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। এর ফলে এই ম্যাচে ভারতের নেতৃত্বের দায়িত্ব থাকবে রোহিত শর্মার হাতে। বিশ্বকাপে দারুন পারফরম্যান্স করেছেন রোহিত শর্মা, এরপরে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটেও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি। তবে বিশ্বকাপের পর থেকে এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে সেই ভাবে জ্বলে উঠতে পারে হিটম্যান।
অপরদিকে ভারতের অপর ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে 40 এবং 36 রান করেছেন। ফলে খুব ভালো ফর্মে না থাকলেও তিনি যে ছন্দেই রয়েছে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে ওপেনিংয়ে রোহিত শর্মার সাথে শিখর ধাওয়ানই টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। অপরদিকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি কে। তাই তিন নম্বর পজিশনে কে এল রাহুলের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। অপরদিকে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েই বেশ ভালো পারফরম্যান্স করে দেখিয়েছেন 24 বছর বয়সী দিল্লির ব্যাটসম্যান শ্রেয়স আইআর। তাই চার নম্বর পজিশনে তাকে খেলানোর কথা ভেবে রেখেছেন টিম ম্যানেজমেন্ট। উইকেট এর পেছনে থাকছেন তরুন উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে পন্থ যদি এই সিরিজে ভালো পারফরম্যান্স না করতে পারেন তাহলে তার পরিবর্তে সঞ্জু স্যামসনের কথা ভেবে রেখেছেন টিম ম্যানেজমেন্ট।
চোটের কারণে এই সিরিজে নেই হার্দিক পান্ডিয়া তাই অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে দলে আসতে পারেন মারকুটে বাঁহাতি ব্যাটসম্যান শিবম দুবে। এছাড়াও তিনি বল হাতে নজর কেড়েছেন টিম ম্যানেজমেন্টের। রবীন্দ্র জাদেজা কে রাখা হয়নি এই সিরিজে তাই অপর অলরাউন্ডার হিসাবে কুনাল পান্ডিয়া থাকছেন প্রথম একাদশে।
ভারতীয় স্পিন অ্যাটাকে থাকছে সিনিয়র স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং তরুণ স্পিনার ওয়াশিংটন সুন্দর। এছাড়াও পেশ অ্যাটাকে রাখা হচ্ছে রহুল চাহার এবং খালেদ আহমেদের মতো তরুণ প্রতিভাদের।