বিতর্কিত মারাদোনা, দেখুন মারাদোনার বিতর্কিত ঘটনাবলি যা কালিমালিপ্ত করেছিল ফুটবল কেরিয়ার

বাংলা হান্ট ডেস্কঃ দিয়েগো মারাদনা (Maradona) শুধু একজন ফুটবলারই ছিলেন না, তিনি ছিলেন একটি বিশেষ চরিত্র। ফুটবল মাঠে ভালো খেলার পাশাপাশি বিভিন্ন সময়ে নানান তর্ক বিতর্কে জড়িয়েছিলেন এই কিংবদন্তি। মারাদোনাকে নিয়ে যতই বিতর্ক হোক না কেন কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারেনি তাকে। সমস্ত বিতর্ককে পিছনে ফেলে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন মারাদোনা।

1996 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করে বিতর্কে জড়িয়েছিলেন মারাদোনা।

1991 সালে মারাদোনা যখন নেপোলিতে খেলতেন তখন কোকেইন নেওয়ার জন্য মারাদোনাকে 15 মাস ফুটবল থেকে নির্বাসিত করেছিল ফিফা।

1994 বিশ্বকাপে খেলার সময় ড্রাগ নেওয়ার অপরাধে 17 বছর আন্তর্জাতিক ফুটবল থেকে বহিস্কৃত হন মারাদোনা।

7883829582f8e613ee0cee721b3b102f1820108f1ebe1c02462e1820a3070e6b8521997b

1998 সালে মারাদোনা এক সাংবাদিককে গুলি করে দেন যার ফলে দু বছর দশ মাস জেল খাটতে হয় মারাদোনাকে। এছাড়া কর ফাঁকি দেওয়ার অভিযোগও ছিল মারাদোনার বিরুদ্ধে।

এছাড়াও নারী সঙ্গ এবং মাদকযোগ বরাবর বিতর্কে রেখেছিল মারাদোনাকে। তবে এত কিছুর পরও মারাদোনাকে ফুটবল বিশ্ব মারাদোনা হিসেবেই জানে। তবে সমস্ত বিতর্কই যেন ফিকে হয়ে গিয়েছে ফুটবলার মারাদোনার কাছে। মারাদোনার পায়ের জাদুতে সমস্ত বিতর্কই যেন মুছে গিয়েছে, এবার চিরতরে বিদায় নিলেন ফুটবলের কিংবদন্তি দিয়েগো মারাদোনা। যেখানেই থেকো ভালো থেকো দিয়েগো।


Udayan Biswas

সম্পর্কিত খবর