বাংলাহান্ট ডেস্কঃ মানুষ নিজের কাজের মধ্য দিয়ে নিজের দক্ষতা, চিন্তা ভাবনার প্রকাশ ঘটায়। অনেকে নিজের বাড়িতে (house) নানারকম কারুকার্য করে। আবার অনেকে কারুকার্য করেই নিজের বাড়ি তৈরি করে। যেমন ধরুন- এরোপ্লেনের আকারে বাড়ি, আবার ধরুন এমন বাড়ি যা দেখতে খানিকটা জলের ট্যাঙ্কের মত। অবাক হচ্ছেন! আসুন দেখে নেওয়া যাক বিশ্বের এমনই কিছু অদ্ভূত বাড়ির ডিজাইন।
উল্টানো বাড়ি- পোল্যান্ডের দুজন আর্কিটেক্টেরের এক অদ্ভূত প্রতিভার ফল জার্মানির ট্রাসেনহেইড শহরের উল্টানো বাড়ি। এই বাড়িটির সবকিছুই ঠিকঠাক, কিন্তু বাড়িটা পুরো উল্টো। অর্থাৎ ঘরের চাল রয়েছে মাটিতে আর বাড়ির ভিত রয়েছে উপরে। দেখে মনে হবে একটা বাড়িকে উল্টো করে রেখে দেওয়া হয়েছে। তবে এই বাড়িতে কেউ থাকেন না।
এরোপ্লেন বাড়ি- ১৯৯৯ সালে আমেরিকা নিবাসী বিমানপ্রেমিক ব্রুস ক্যাম্পবেল বোয়িং ৭৪৭ বিমানের অভ্যন্তরেই এই বাড়িটি তৈরি করেছেন। তৎকালীন সময়ে প্রায় ১ লক্ষ ডলার খরচ করে একটি বাতিল হওয়া বোয়িং ৭৪৭ বিমান ক্রয় করে তারউপর আরও প্রায় ২লক্ষ ২০ হাজার ডলার খরচ করে গোটা বাড়িটি সাজিয়ে তোলেন।
জলের ট্যাঙ্ক বাড়ি- বেলজিয়ামে গেলে দেখতে পাবেন একটি জলের ট্যাঙ্ক, কিন্তু আবার ট্যাঙ্ক নয়। মানে, সেখানেকার একটি পরিত্যক্ত জলের ট্যাঙ্ককে সম্পূর্ণ বাড়ির আদলে তৈরি করে নেওয়া হয়েছে।
টয়লেট হাউজ- ‘World Toilet Organisation’ এর জন্য ফান্ড কালেক্ট করার উদ্দেশ্য ছিল দক্ষিণ কোরিয়ার এক শহরের মেয়রের। সেই কারণে এক মিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়ে একটা টয়লেটের আদলেই বানিয়ে ফেললেন একটা গোটা বাড়ি। আর টয়লেট বাড়ির ব্যালকনিতে বিভিন্ন দেশের পতাকা ওড়ানোরও ব্যবস্থা করা হয়েছে।
কাঁচের বাড়ি- পূর্বপুরুষদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে জাপানে এমন এক বাড়ি তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণটাই কাঁচ দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ এই বাড়ি যে শুধু কাঁচের তাই নয়, এই বাড়িতে যেমন সূর্যের আলো প্রবেশ করতে পারে, তেমনই বাড়ির ভেতরের সমস্ত কিছুই বাইরে থেকে পরিষ্কার দেখা যায়। ব্যক্তিগত স্থান বলতে কিছুই নেই এই অদ্ভূত বাড়ির।
বিশ্বের সবথেকে সরু বাড়ি- বাড়ির সর্বোচ্চ প্রস্থ মাত্র ১৫২ সেন্টিমিটার! দেখে মনে হচ্ছে দুটি বিল্ডিং-এর মাঝখানে জোর করে চেপে বসিয়ে দেওয়া হয়েছে এই বাড়ি। শুনতে অবাক লাগলেও পোল্যান্ডের Jakub Szczęsny এই অদ্ভূত এবং বিশ্বের সবথেকে সরু বাড়ি বানিয়েছেন। যেন তিনি এক চুল জায়গাও কাউকে ছাড়তে নারাজ।