চালু হল ইস্ট ওয়েস্ট মেট্রোর পাতালপুরীর নতুন স্টেশন, দেখুন ফুলবাগান মেট্রো স্টেশনের ছবি

বাংলাহান্ট ডেস্কঃ তিলোত্তমা কলকাতার বুকে আরও একটি মেট্রো স্টেশনের (Metro Station) নাম যুক্ত হল। বিগত ২৫ বছর পর পাতালে এক নতুন মেট্রো স্টেশন পেল শহর কলকাতা। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল গতকাল অর্থাৎ রবিবার দিল্লীর রেলভবন থেকে এক ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে ফুলবাগান মেট্রো স্টেশনের (phool bagan Metro Station) উদ্বোধন করলেন।

সোমবার সকাল ৮ টা থেকেই খুলে গেছে এই নতুন স্টেশন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই নতুন স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও।

WhatsApp Image 2020 06 20 at 19.49.07

স্টেশন থাকছে মাটির নীচে
সম্প্রতি ফেব্রুয়ারীতে চালু হওয়া এই ইস্ট-ওয়েস্ট মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ থেকে চালু হয়ে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল হয়ে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ছিল এর যাত্রা পথ। তবে সবটাই ছিল মাটির উপর দিয়ে। এবার এই যাত্রাপথে যুক্ত হল আরও একটি নতুন স্টেশন ফুলবাগান মেট্রো স্টেশন, যা থাকছে মাটির নীচেই।

maxresdefault 121

জেনে নিন ভাড়ার পরিমাণ
সড়কপথে যে যাত্রায় সময় লাগত প্রায় ১ ঘন্টা, তা কমে গিয়ে দাঁড়াল প্রায় ১৬ মিনিটি। আগে এই যাত্রাপথের সর্বোচ্চ ভাড়া ছিল ১০ টাকা। তবে বর্তমানে নতুন স্টেশন হওয়ায় ভাড়া বেড়ে দাড়িয়েছে ২০ টাকা। এই নতুন ষ্টেশনে থাকছে বেশ কিছু অত্যাধুনিক সুযোগ সুবিধাও।

EazAg2zU8AEZkNF

ঝা চকচকে এন নতুন স্টেশন
ফুলবাগান মেট্রো স্টেশনে থাকছে তিনটি প্রবেশপথ। শৌচালয়, লিফট ছাড়াও থাকছে নানান ধরনের আধুনিক সুযোগ সুবিধাও। ঝা চকচকে এক নতুন মেট্রো স্টেশন পাচ্ছে কলকাতা নগরী। তবে আশা করা যাচ্ছে, এই নতুন মেট্রো স্টেশন চালু হওয়ায় এই ইস্ট-ওয়েস্ট মেট্রোতে যাত্রী সংখ্যা পূর্বেই তুলনায় কিছুটা হলেও বৃদ্ধি পাবে।


Smita Hari

সম্পর্কিত খবর