বাংলা হান্ট ডেস্কঃ অনেক সময় প্রকৃতি তার সাথে খেলা করার এমন ফল দেখায়, যা দেখে রীতিমতো চমকে যেতে হয়। অতিরিক্ত দূষণ, জলাশয় বুজিয়ে বড় বড় ফ্ল্যাট তৈরি, প্লাস্টিক আবর্জনা ফেলা এর আগেও কতখানি মারাত্মক হয়ে উঠেছে তা আমরা বারবার দেখেছি। ফের একবার এমনই এক প্রকৃতির খেলা দেখা গেল একটি ভাইরাল ভিডিওতে।
কর্নালের কুচপুরা গ্রাম থেকে সামনে আসা এই ভিডিওতে দেখা যায়, প্রবল বর্ষণ চলাকালীন হঠাৎই একটি কৃষি জমি মাটি থেকে বেশ কিছুটা উপরে উঠে যায় প্রায় ১০ ফুট উপরে উঠে ভেঙে গিয়ে কার্যত একটি টিলার রূপ নেয় জমির মাটি। অনেকেই বলতে শুরু করেছিলেন, এই ঘটনা অলৌকিক। কেউ কেউ তো এরমধ্যে ভৌতিক তত্ত্বও খুঁজে বেড়াচ্ছিলেন।
কিন্তু জানা গিয়েছে এই ঘটনা আদৌ ভৌতিক কিম্বা ঐশ্বরিক না। প্রকৃতির সঙ্গে খেললে তার ফল কি হতে পারে, এই ঘটনা ছিল তারই একটি ছোট্ট উদাহরণ। আসলে কিছুদিন আগে জমির মাটি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন জমির কৃষক। সেই অনুযায়ী প্রায় গর্ত করে মাটি কেটে ফেলেন তারা। সেই মাটি বিক্রিও করে দেওয়া হয়।
ওই কৃষকের তরফে জানানো হয়েছে, এরপর জায়গাটি ছাই এবং মাটি দিয়ে ভালোভাবে ভরে দেন তিনি। কিন্তু হঠাৎ বৃষ্টি আর ফলত মাটির ফাঁপা অংশে জমতে শুরু করে জল। যার জেরে, কার্যত পুরো কৃষি জমির মাটি ঠেলে উঠে আসে উপরের দিকে। নিজের ভুল বুঝতে পেরেছেন ওই কৃষক, জমির যা অবস্থা তাতে এই মুহূর্তে চাষ করা সম্ভব নয়। একথা বুঝতে পেরে ক্ষতিপূরণের জন্য প্রশাসনের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। তবে প্রকৃতি আরেকবার বুঝিয়ে দিল সর্ব শক্তিশালী একমাত্র প্রকৃতিই।