বন্দে ভারতের উদ্বোধনে মমতাকে দেখে ‘জয় শ্রী রাম” স্লোগান BJP-র! মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ হাওড়া (Howrah) স্টেশনে বঙ্গে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনের আগেই ঘটল বিপত্তি। বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে উচ্চ স্বরে ‘জয় শ্রীরাম’ স্লোগান। না, কোনো নতুন চিত্র নয়, পূর্বেও এই ঘটনার সাক্ষী থেকেছে বঙ্গবাসী। এবার ফের একবার লামামছাড়া বিজেপির (BJP) কর্ম-সমর্থক।

প্রসঙ্গত, শুক্রবার বঙ্গকে বছরের শ্রেষ্ঠ উপহার স্বরূপ বন্দে ভারত এক্সপ্রেস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজই তার সূচনা অনুষ্ঠান। সেইমত এই অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। চলছিল তোড়জোড়। তবে এদিন সকালেই জীবনের সবচাইতে বড় উপহার হারিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়াত হয়েছেন নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। তাই মায়ের শেষকৃত্যের পর এদিন নির্ধারিত সময়েই ভারচুয়ালি উপস্থিত থেকে হাওড়া স্টেশনের কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী ।

পাশাপাশি এদিনের অনুষ্ঠানে হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( CM Mamata Banerjee), রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব-সহ, বিজেপির সাংসদ, বিধায়ক-সহ একাধিক নেতা, মন্ত্রীরা। এদিনের অনুষ্ঠানে অতিথি আসন অলংকৃত করেছিলেন বিজেপির সাংসদ, বিধায়করা। তবে এরপরই ঘটল বিপত্তি।

মমতা বন্দোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত হতেই তাঁকে ঘিরে পরতে শুরু করে ‘জয় শ্রীরাম’ স্লোগান। বিজেপি কর্মী-সমর্থকদের স্লোগানে চরম অসম্মানিত বোধ করেন মুখ্যমন্ত্রী। তার আভাস পাওয়া যায় মুখ্যমন্ত্রীর শরীরী ভাষা দেখেই। অন্যদিকে, পরিস্থিতি নাগালের বাইরে যেতে থাকলে তা সামাল দিতে ময়দানে নামেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে বিজেপি নেতা বলেন, ” এটা সরকারি অনুষ্ঠান। এখানে কারও উদ্দেশ্যে এভাবে কিছু বলা একেবারেই শোভনীয় নয়। সকলে যেন শান্ত থাকেন।”

cm

ঘটনার পরই রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব (Ashwini Vaishnaw) মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে ক্ষমা চান। পাশাপাশি রাজ্যপালও কথা বলেন তাঁর সাথে । তবে তাতেও কোনোভাবেই মঞ্চে ওঠানো যায়নি মুখ্যমন্ত্রীকে। এদিন অনুষ্ঠানে মঞ্চের পাশে দর্শকাসনেই বসে থাকতে দেখা গেলো মুখ্যমন্ত্রীকে। দর্শক আসনে বসেই মাইক্রোফোন হাতে করে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সাথেই প্রধানমন্ত্রীর মায়ের প্রয়ানে মোদীকে আন্তরিক সমবেদনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর