সোহেলের পদবী ছেঁটে ফেললেন সীমা, ‘আমরা চিরদিন খানই থাকব’, মায়ের সিদ্ধান্তে রেগে আগুন ছেলে

বাংলাহান্ট ডেস্ক: খান পরিবারে আবারো বিচ্ছেদ। বিয়ের ২৪ বছর পর সলমন খানের ভাই সোহেল খানের (Sohail Khan) সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন সীমা সজদেহ (Seema Sajdeh)। তারপরেই নিজের জীবনে বড়সড় পরিবর্তন এনেছেন তিনি। বাড়ির নামের ফলক থেকে খান পদবীটাই সরিয়ূ দিয়েছেন তিনি। কিন্তু মায়ের এই সিদ্ধান্তে অত‍্যন্ত ক্ষুব্ধ ছেলে নির্বাণ।

‘দ‍্য ফ‍্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস সিজন ২’ এর প্রথম পর্বেই সীমাকে দেখা যায় নিজের বাড়ির নামের ফলক বদলে ফেলতে, যেখানে তাঁর পদবী ছিল খান‌‌। নতুন ফলকে শুধু সীমা ও তাঁর দুই সন্তান নির্বাণ এবং ইয়োহানের নাম রয়েছে। কিন্তু নতুন নেমপ্লেট নিয়ে মোটেই খুশি নন দুই তারকা সন্তান।

Sohail seema
তীব্র অসন্তোষ প্রকাশ করে নির্বাণ বলেন, “আমরা চারজনের পরিবার, সকলেই খান। কিন্তু শুধু পদবীটা সরিয়ে, আমাদের তিনজনের নাম রেখে, পরোক্ষ ভাবে একজনের নামটাই সরিয়ে ফেলা হয়েছে। এটার কোনো প্রয়োজন ছিল না। এতে কী বদলালো? দিনের শেষে তুমি সেই খানই থাকবে। আমরা সবাই খান।”

যদিও সীমা বলেন, খুব বেশিদিন তিনি খান হয়ে থাকবেন না। ছেলে নির্বাণ যদিও পরামর্শ দিয়েছিলেন খান ও সজদেহ দুটি পদবীই রাখতে নামের ফলকে। কিন্তু আপত্তি জানান সীমা। কোনো পদবীই তিনি রাখেননি নেমপ্লেটে। কিন্তু ছেলেকে বুঝিয়েছেন, এটার মানে এই নয় যে তাঁরা একটা পরিবার নয়।

সীমা আরো বলেন, তাঁর দুই ছেলে বাবার খান পদবীই বহন করবে। কিন্তু ওই পদবীটা নিজের নামের থেকে ছেঁটে ফেলেছেন তিনি। বিষয়টা এখনো মেনে নিতে সময় লাগবে তাঁর। তাই কোনো পদবীই আপাতত রাখতে চাইছেন না সীমা। গত মে মাসে সোহেলের সঙ্গে আইনি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন সীমা। দুই ছেলেকে নিয়েই এখন তাঁর পরিবার।

Niranjana Nag

সম্পর্কিত খবর