করনের পার্টিতে মদের ফোয়ারা, মদ‍্যপ অবস্থায় ভাইরাল সলমনের প্রাক্তন বৌদি  সীমার ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বারংবার বিতর্কের কেন্দ্রে উঠে আসেন করন জোহর (Karan Johar) এবং তাঁর আয়োজিত পার্টি। এর আগে নিজের বাড়িতে আয়োজিত একটি পার্টিতে মাদক সেবনের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আরো স্পষ্ট করে বললে, করনের আমন্ত্রিত অতিথিদের বিরুদ্ধে। এবার ফের পার্টির আয়োজন করে বিতর্কে জড়ালেন করন।

সম্প্রতি মুম্বইতে একটি তারকাখচিত ডিনার পার্টির আয়োজন করেছিলেন পরিচালক প্রযোজক। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন আরিয়ান খান, অনন‍্যা পাণ্ডে, সোনম কাপুর, মনীশ মালহোত্রারা। তবে সবার মাঝে নজর কেড়ে নিলেন সলমন খানের প্রাক্তন বৌদি, সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা সজদেহ (Seema Sajdeh)।


সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও ব‍্যাপক ভাইরাল হয়েছে। পাপারাৎজির সামনে পোজ দিতে গিয়ে পা টলে গিয়ে প্রায় হুমড়ি খেয়ে পড়ার জোগাড় হয়েছিল সীমার। কোনো রকমে দেওয়াল ধরে সামলে নেন তিনি। সীমা যে সম্পূর্ণ মদ‍্যপ অবস্থায় রয়েছেন তা বুঝতে বাকি থাকেনি কারোরই।

ভিডিও ভাইরাল হতেই ট্রোলের মুখে পড়েছেন সীমা। কেউ কেউ তাঁর মদ‍্যপ অবস্থা নিয়ে কটাক্ষ করেছেন, আবার অনেকে আঙুল তুলেছেন বলিউডের দিকে। ইন্ডাস্ট্রিটা শুধু মদ আর মাদকের উপরেই বেঁচে রয়েছে, শ্লেষ প্রকাশ পেয়েছে কয়েকজনের মন্তব‍্যে। এক দুজন আবার সীমার পক্ষেও সুর চড়িয়েছেন। তাঁদের মতে, তারকা মানেই যে সবসময় তাঁদের আতশ কাঁচের তলায় থাকতে হবে এমন কোনো মানেই নেই। আমোদ আহ্লাদ করার মন তাদেরও চাইতে পারে।

https://www.instagram.com/reel/ClaKxhQp0ac/?igshid=YmMyMTA2M2Y=

 

প্রসঙ্গত, গত মে মাসে সোহেলের সঙ্গে আইনি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন সীমা। দুই ছেলেকে নিয়েই এখন তাঁর পরিবার। সীমা বলেন, তাঁর দুই ছেলে বাবার খান পদবীই বহন করবে। কিন্তু ওই পদবীটা নিজের নামের থেকে ছেঁটে ফেলেছেন তিনি। বিষয়টা এখনো মেনে নিতে সময় লাগবে তাঁর। তাই কোনো পদবীই আপাতত রাখতে চাইছেন না সীমা।

X