এবারের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভারতীয় জাতীয় দলের মাত্র 16 বছর বয়সী ব্যাটসম্যান শেফালী ভার্মা। এবার শেফালির মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক, বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করার নিরিখে শেফালী ভার্মা এবার উঠে এলেন এক নম্বরে। সদ্য আইসিসির প্রকাশ করা টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে উঠে এলেন ভারতীয় ব্যাটসম্যান শেফালী ভার্মা।
শেফালী ভার্মা এই কৃতিত্ব অর্জন করলেন মাত্র 16 বছর বয়সেই। এর আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজ। আর এবার সেই স্থানে উঠে এলেন শেফালী ভার্মা। এবারের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলেছেন শেফালী ভার্মা। সেই সাথে দুর্দান্ত স্ট্রাইক রেট। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সব থেকে বেশি রান রয়েছে এই ভারতীয় ব্যাটসম্যানের। এই কারনেই নিউজিল্যান্ডের সুজি বেটসকে সরিয়ে মাত্র 16 বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে নাম্বার ওয়ান ব্যাটসম্যান হিসাবে আত্মপ্রকাশ করলেন এই ভারতীয় মহিলা ক্রিকেটার।
এই কম বয়সে শেফালী ভার্মার এই কৃতিত্ব অর্জন করা দেখে বেশ খুশি হয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর সহ বেশ কয়েকজন প্রাপ্ত মহিলা ক্রিকেটার। সেই সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন শেফালীর এই কৃতিত্বে তারা বেশ খুশি।