জেলেও অনুব্রতর “খেয়াল” রাখছেন ছায়াসঙ্গী সায়গল, হাঁফ ছেড়ে বাঁচলেন সংশোধনাগারের কর্মীরা

বাংলা হান্ট ডেস্ক: একটা সময় ছিলেন অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী। অনুব্রত যেখানে যেতেন সেখানেই অনুব্রতর সাথে দেখা মিলতো তার । এবার জেলেও নিজের সেই “দায়িত্ব” পালন করছেন সায়গল। গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ সংশোধনাগারে বন্দী রয়েছেন অনুব্রত ও তার সঙ্গী সায়গল। সূত্রের খবর সেখানেও অনুব্রত মণ্ডলের বিশেষ “খেয়াল” রাখছেন সায়গল।

অনুব্রত মণ্ডলের বিভিন্ন রকম শারীরিক সমস্যা রয়েছে। প্রতিদিন তাকে 37টি ওষুধ খেতে হয়। এছাড়াও রাতে শুতে যাওয়ার আগে ব্যবহার করতে হয় অক্সিজেন মাস্ক। প্রয়োজনে কখনো কখনো নিতে হয় নেবুলাইজার। স্বাভাবিকভাবেই তার জেল বন্দি হওয়ার পর তাকে নিয়ে চিন্তায় ছিলেন ঘনিষ্ঠরা। কিন্তু অনুব্রত জেলে যাওয়ার আগে ঘনিষ্ঠদের আশ্বস্ত করে জানিয়েছিলেন সেখানে তার কোনও অসুবিধা হবে না। কারণ সায়গল সেখানে রয়েছেন।

জেল সূত্রের খবর, বাইরের মতোই সংশোধনাগারেও অনুব্রত মণ্ডলের বিশেষ যত্ন – খেয়াল নিচ্ছেন তার এক সময়ের ছায়া সঙ্গী সায়গল। খাওয়া-দাওয়ার দেখাশোনা থেকে শুরু করে সময় মত ওষুধ খাওয়ানো, সবকিছুই সামলাচ্ছেন নিজের হাতে। রাতে শুতে যাওয়ার আগে অনুব্রত মণ্ডলকে পরিয়ে দিচ্ছেন অক্সিজেন মাস্ক। প্রয়োজন মত দিচ্ছেন নেবুলাইজারও।

অনুব্রত মণ্ডলের প্রতি সায়গলের এই ব্যবহারে বেশ খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন সংশোধনাগারের কর্মীরাও। এক কর্মীর কথায়, “ওকে নিয়ে চিন্তা ছিল। তবুও ওর কেউ খোঁজ খবর করছে।বেশ ভালোই।” পাশাপাশি সংশোধনাগারের দাবি এসব কিছুই হচ্ছে আইনের নিয়ম মেনে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর