শামি-বুমরার জুটিকে ইডেনের দ্রাবিড়-লক্ষ্মণের সঙ্গে তুলনা বীরুর, মুগ্ধ সৌরভ-শচীনও

বাংলা হান্ট ডেস্কঃ চতুর্থ দিন ব্যাটিং ধ্বসের পর লর্ডসে পঞ্চম দিন যে এমন ক্লাইম্যাক্স অপেক্ষা করছে, তা বোধহয় ভাবতে পারেননি কোন হলিউডি স্ক্রিপ্ট রাইটারও। কার্যত ঋষভ পান্থের দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। আর তাই তিনি আউট হতেই একপ্রকার সকলেই ভেবে নিয়েছিল ম্যাচ শেষ ভারতের জন্য, কিন্তু ঠিক এই সময় ভারতের নতুন ত্রাতা হয়ে ওঠেন শামি এবং বুমরা। দুই টেল এন্ডারের হাত ধরে ফের একবার ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত।

যে ম্যাচে এমনকি সিঙ্গেল বার করাও কঠিন হয়ে পড়েছিল সেই ম্যাচেই রীতিমতো বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি বন্যা বইয়ে দেন মহম্মদ শামি। অন্যদিকে সাবধানী বুমরা কোন ভুল করেননি সঙ্গ দিতে। তাদের ৯০ রানের পার্টনারশিপের দৌলতেই ২৯৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ডকে চাপে ফেলে দেবার সুযোগ পান বিরাট। একদিকে যেমন হাফ ডজন বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে দুরন্ত অর্ধশতরান পূর্ণ করে ৫৬ রানে অপরাজিত থাকেন শামি। তেমনি অন্য দিকে বুমরাহ অপরাজিত থাকেন ৩৪ রানে।

   

তাদের এই দুর্দান্ত ইনিংসের দৌলতেই শেষ পর্যন্ত ১৫১ রানে ম্যাচ জিতে নেয় ভারত। অবশ্য শুধু ব্যাট হাতে নয় বল হাতেও বড় ভূমিকা রেখেছিলেন বুমরা-শামি। তাদের সঙ্গে যোগ্য সঙ্গ দেন ঈশান্ত-সিরাজও। এবার ম্যাচ দেখে মহম্মদ শামি এবং বুমরা জুটির প্রশংসায় মেতে উঠলেন স্বয়ং বীরেন্দ্র সেওয়াগ। এই বিশ্বকাপজয়ী ওপেনার তাদের জুটিকে তুলনা করলেন দ্রাবিড় এবং লক্ষণের ইডেন টেস্টের জুটির সঙ্গে।

IMG 20210816 174514

ভারতীয় ক্রিকেটে এই জুটি রীতিমতো আইকনিক। ফলোঅন হওয়া একটি ম্যাচকে কিভাবে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে হয় তা দেখিয়ে দিয়েছিলেন রাহুল-লক্ষণ। বীরুর মতে, বুমরা শামির যোগদানও কিছু কম নয়, যদিও একটু মজার ছলেই ফটোশপ করে রাহুল এবং লক্ষণের মুখে বুমরা এবং শামির মুখ বসিয়ে দিয়েছেন তিনি। কিন্তু তার প্রশংসায় কোন খাদ ছিল না, তিনি পরিষ্কার বলেন, “মৌজ করে দিলে শামি বুমরা, ‘টেক এ বাও’, হাততালি যেন বন্ধ না হয়।”

এই পার্টনারশিপের প্রশংসায় মেতে উঠেছেন হরভজন সিংহ, স্টুয়ার্ট ব্রড, দীনেশ কার্তিক সকলেই। ভারতকে এই অবিশ্বাস্য জয়ের শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ, শচীন, ভিভিএস লক্ষ্মণরাও।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর