নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে ভারতের সম্ভাব্য একাদশ বাছলেন সেওয়াগ, দেখুন কারা পেলেন সুযোগ

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারার পর রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করতেই হবে বিরাট বাহিনীকে। টি-২০ বিশ্বকাপের সফরের টিকে থাকতে হলে এই ম্যাচে জয় অত্যন্ত দরকার মেন ইন ব্লুর। উইলিয়ামসনদের বিরুদ্ধে এই ম্যাচে হারলে সেমিফাইনালের সম্ভাবনা অনেকটাই ধ্বংস হয়ে যাবে বিরাটদের। তাই গত ম্যাচের কোন ভুল আর এই ম্যাচে করতে চাইবেনা ভারতীয় শিবির।

গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ব্যাটিং বোলিং কোন ক্ষেত্রেই সেভাবে বাবরদের টেক্কা দিতে পারেনি। যার জেরে মাত্র ১৫১ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শুধুমাত্র বিরাট কোহলি এবং পান্থ ছাড়া দাঁড়াতে পারেননি কেউই। আরও হতাশাজনক ছিল বোলিং পাকিস্তানের বিরুদ্ধে একটিও উইকেট তুলতে পারেননি বুমরাহ, শামি, ভুবনেশ্বর, বরুণরা। যার জেরে অনেকেই আশা করছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে পরিবর্তন অবশ্যম্ভাবী।

বিরাটরা মাঠে নামার আগে এবার নিজের পছন্দের দল বেছে নিলেন বীরেন্দ্র সেওয়াগ। ভারতের এই প্রাক্তন ওপেনার নিজের দলে সুযোগ দিয়েছেন শার্দুল ঠাকুরকে। দলে একটিই মাত্র পরিবর্তন এনেছেন তিনি, ভুবনেশ্বরের জায়গায় শার্দুলকে এই সুযোগ দেবার কারণ অবশ্য বেশ স্পষ্ট। প্রস্তুতি ম্যাচেও প্রচুর রান খরচ করেছিলেন ভুবনেশ্বর, একইভাবে পাকিস্তান ম্যাচের ছন্দে ছিলেন না তিনি। আর তাই তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বীরু।

অন্যদিকে হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদবকে আরও একবার সুযোগ দিয়েছেন তিনি। একইসঙ্গে সেভাবে কিছু করতে না পারলেও সুযোগ দেওয়া হয়েছে বরুণকেও। অর্থাৎ রবীচন্দ্রন অশ্বিন সেওয়াগের দলের অন্তত প্রথম একাদশে সুযোগ পাননি। এখন বিরাট কোহলি কি ভাবছেন তা অবশ্য জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই।

@VirenderSehwag এর ভাবনাগুলি শুনুন – My playing 11 for today :
Rohit, Rahul, Virat , SuryaKumar, … https://www.kooapp.com/koo/VirenderSehwag/b5d2784e-3f4d-40c8-ade9-f3e0e6eb8089

কু অ্যাপ ডাউনলোড করুন https://www.kooapp.com/dnld

বীরেন্দ্র সেওয়াগের সম্ভাব্য একাদশঃ

রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর