IPl মুম্বাই-চেন্নাই ম্যাচের আগে সেওয়াগের বড় ভবিষ্যৎবাণী, এই দলের উপর রাখলেন বাজি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। ৪ মাস আগে প্রথম পর্ব ভারতে শুরু হলেও করোনার কারণে মাঝখানেই তা স্থগিত করে দিতে হয়। এবার দুবাইতে ফের একবার শুরু হতে চলেছে পরবর্তী পর্বের আইপিএল। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। তবে তার আগেই আইপিএল ২০২১ এর সম্ভাব্য বিজয়ী কে হতে পারে তা নিয়ে বড় বয়ান দিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সেওয়াগ তার পছন্দের দুই দল হিসেবে বেছে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসকে। সেওয়াগ বলেন, “আমি মনে করি দিল্লি এবং মুম্বাই ফেভারিট দল, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স, যারা পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে, তাদেরই
পাল্লা ভারী।” এর কারণও কার্যত নিজেই ব্যাখ্যা করেছেন তিনি।

বিশেষত চেন্নাই সুপার কিংসের মতো দলকে বেছে না নেওয়ার কারণ হিসেবে সেওয়াগ বলেন, “সংযুক্ত আরব আমিরশাহীর পিচগুলি ক্রমশ স্লো হচ্ছে। যেখানে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মত দলগুলি সমস্যায় পড়তে পারে। আইপিএলের প্রথম লেগে চেন্নাইয়ের গড় স্কোর ছিল ২০১ রান, কিন্তু যখন সংযুক্ত আরব আমিরশাহীর উইকেটের কথা আসে, তাদের ব্যাটসম্যানরা তত দ্রুত রান করতে পারবে না। যদি আমাকে একটি দল বেছে নিতে হয়, তা হবে মুম্বাই ইন্ডিয়ান্স।”

প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে বিচার করলে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স সাত ম্যাচ খেলে তাদের সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। অন্যদিকে এখনও পর্যন্ত আর্ট ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে দিল্লি ক্যাপিটালস। তবে জয় যে দলই পাক না কেন লড়াই যে অত্যন্ত কঠিন হতে চলেছে এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

সম্পর্কিত খবর

X