অবশেষে CBI-র মুখোমুখি ‘সেই’ ৭ জন, চাপ বাড়ছে সন্দেশখালির বেতাজ ‘বাদশা’র

বাংলা হান্ট ডেস্কঃ আগেই গ্রেফতার হয়েছেন সন্দেশখালি কাণ্ডের মূল মাথা শেখ শাহজাহান (Seikh Shahjahan)। বর্তমানে সিবিআই (CBI) হেফাজতে রয়েছেন তিনি। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে অবশেষে হাজির হলেন শেখ শাহজাহানের ভাই আলমগির। শনিবার সকালে নিজাম প্যালেসে পৌঁছে যান আলমগির।

সূত্রের খবর, গত ৫ই জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহজাহান ঘনিষ্ঠ মোট ১৫ জনকে তলব করেছিল CBI. সেই মতোই তলবে সাড়া দিয়ে এদিন সকালে নিজামে আসেন শাহজাহান ঘনিষ্ঠ ৬ জন। সূত্রের খবর বেলা ১২ টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করেছে সিবিআই।

   

শাহজাহান গ্রেফতারির পর থেকেই সিবিআই এর নজরে ছিল নেতার ঘনিষ্ঠরা। গত ১৩ মার্চ শেখ শাহজাহানের ভাই আলমগিরের বাড়িতে গিয়ে তাকে নিজামে হাজির হওয়ার নোটিস ধরিয়ে দেয় সিবিআই। তবে গোয়েন্দাদের তলবে সাড়া দেয়নি আলমগীর। উল্টে তিনি কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন। অন্য আরও যে ১৪ জনকে তলব করা হয়েছিল তারাও হাজিরা দেন নি সেই সময়। এরপর তাদের ফের তলব করে সিবিআই। সেই তলবে সাড়া দিয়ে এবার গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ডের ভাই আলমগীর।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তার অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি। ইডি পেটানোর ওই ঘটনার পর টানা ৫৫ দিন ফেরার ছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। এরপর আদালতে নির্দেশে মিনাখাঁ থেকে শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এদিকে অভিযুক্তকে হেফাজতে পেতে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

cbi shahjahan s

আরও পড়ুন: আর রইল না চিন্তা, ফ্যামিলি পেনশন নিয়ে বড় সুখবর শোনাল রাজ্য! জারি নয়া বিজ্ঞপ্তি

দীর্ঘ টালবাহানার পর আদালতের নির্দেশে বর্তমানে সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। দফায় দফায় জারি রয়েছে জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে এবার শাহজাহান ঘনিষ্ঠরা সিবিআই গোয়েন্দাদের মুখোমুখি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর