আর রইল না চিন্তা, ফ্যামিলি পেনশন নিয়ে বড় সুখবর শোনাল রাজ্য! জারি নয়া বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ পারিবারিক পেনশনের নিয়ম (Government Employees Pension) স্পষ্ট করে শুক্রবার এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের অর্থ দফতর। আগে থেকেই পারিবারিক পেনশনের নিয়মের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর নিয়ে সংশয় ছিলই। সেই সংশয় দূর করতেই বিজ্ঞপ্তি জারি অর্থ দফতর। বিজ্ঞপ্তিতে কোন নথি নিয়ে মৃত সরকারি কর্মচারীর স্ত্রী বা স্বামী অথবা অবিবাহিত কন্যাকে কোথায় যেতে হবে, কী কী করতে হবে সেই সমস্ত বিষয় স্পষ্ট করা হয়েছে।

কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর স্ত্রী বা স্বামী কিংবা অবিবাহিত কন্যা পারিবারিক পেনশন পান। তবে কোন উপায়ে সেই পেনশন মিলবে তাঁর প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে সংশয় ছিল। এবার সেই সমস্যা দুর্নীকরণে উদ্যোগী নবান্ন। শুক্রবার এই উদ্দেশেই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারিবারিক পেনশন দাবি করতে বিয়ের শংসাপত্রের ফটোকপি, আধার, ভোটার এবং প্যান কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, মৃত সরকারির কর্মীর ডেথ সার্টিফিকেট, পেনশন বই বা পিপিও-র কপির প্রয়োজন পড়বে। পাশাপাশি পেনশনের জন্য দাবি করা সেই ব্যক্তিই যে যথাযথ প্রাপক সে বিষয়েও উপযুক্ত প্রমাণপত্র জমা করতে হবে। যা মিলবে প্রয়াত সরকারি কর্মীর দফতর থেকেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কোনও সরকারি কর্মীর অবিবাহিত কন্যা যদি পারিবারিক পেনশন দাবি করেন, তাহলে সেক্ষেত্রে তাকে মুচলেকা দিতে হবে যে পরিবারের অন্য কোনও সদস্য সেই পেনশন দাবি করবেন না। কোনও পেনশন প্রাপকের মৃত্যু হলে পারিবারিক পেনশনের সরকারি নিয়মনীতি দু থেকে তিন সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। এই নিয়েও সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছে নবান্ন।

mamata nabanna

আরও পড়ুন: ‘এর থেকে তো…’, বিয়েতে মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার নিয়ে এবার মুখ খুললেন কাঞ্চন-শ্রীময়ী

সরকারিভাবে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করায় সাধারণ মানুষকে আর সমস্যায় পড়তে হবে না বলে আশা করা হচ্ছে। পেনশন নিয়ে নবান্নের বিশেষ বিজ্ঞপ্তি জারির ফলে পারিবারিক পেনশন সংক্রান্ত জটিলতা অনেকাংশে দূর হবে আশাবাদী পেনশনার্স ওয়োলফেয়ার অ্যসোসিয়েশন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর