নির্বাচকদের অন্যায়ের শিকার হলেন এই ক্রিকেটার, সুযোগের অপেক্ষায় ক্ষতি হচ্ছে কেরিয়ারের

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ৬ই ফেব্রুয়ারি থেকে আরম্ভ হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ। ওয়ান ডে সিরিজের পর ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলা হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম তিনটি ওয়ানডে ৬, ৯ এবং ১১ই ফেব্রুয়ারি এবং টি-টোয়েন্টি ম্যাচ ১৬, ১৮ এবং ২০ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

যদিও নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজে অনেক তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন, কিন্তু এমন একজন ক্রিকেটার রয়েছেন যার সঙ্গে নির্বাচকরা রীতিমতো অবিচার করেছেন। এই ক্রিকেটারকে খুব বেশি সুযোগ দেওয়া হয়নি। আর অল্প সুযোগে নিজেকে প্রমাণ করতে পারেননি এই তরুণ প্রতিভাবান তারকা। ফলে একপ্রকার দল থেকে পুরোপুরি বাদ পড়ে গেছেন তিনি।

   

672280 sanju samson afp

এখানে বলা হচ্ছে সঞ্জু স্যামসনের কথা। প্রতিভাবান এই তারকা উইকেটকিপিংয়ের পাশাপাশি আগ্রাসী ব্যাটিংয়ের জন্যও পরিচিত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তার জায়গায় যোগ্য হিসাবেই ঈশান কিষান-কে সুযোগ দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ও টি-টোয়েন্টি কোনোটিতেই সুযোগ পাননি স্যামসন। শেষবার সঞ্জু স্যামসন ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের সুযোগ দেওয়া হয়েছিল। সেই সফরে ভারতীয় দলের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়।

এরপর থেকে দলের বাইরে রয়েছেন সঞ্জু স্যামসন। এভাবে সঞ্জু স্যামসনকে দলের বাইরে রাখা এবং দু-এক ম্যাচে তাকে সুযোগ দিয়ে সেরা পারফরম্যান্সের আশা করাটা কোথাও কোথাও এই খেলোয়াড়ের প্রতি অন্যায়। এই সিদ্ধান্তের কারণেই তিনি আন্তর্জাতিক স্তরে ফ্লপ হন, কারণ তিনি আন্তর্জাতিক দলের বিপক্ষে টানা খুব বেশি খেলার সুযোগ পান না।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর