আগামী সপ্তাহেই হাতের নাগালে সেলফ টেস্টিং করোনা কিট, কীভাবে করবেন … রইল পদ্ধতি

বাংলাহান্ট ডেস্কঃ করোনা কালে শরীরে লক্ষণ দেখা দিলেই, প্রথমে টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু টেস্ট করাতে গিয়ে বিপদে পড়ছেন সাধারণ মানুষ। একে তো করোনা পরীক্ষা কেন্দ্রের বাইরের লম্বা লাইন, তারউপর বহু জায়গায় টেস্ট কেন্দ্রে পৌঁছানটাই সমস্যার হয়ে দাঁড়াচ্ছে।

vvjnvjkvn

এই পরিস্থিতিতে মানুষের সুবিধার্থে সেল্ফ-টেস্টিং কোভিড-১৯ কিটকে (coviself-kit) অনুমোদন দিল আইসিএমআর। যার সাহায্যে আপনি ঘরে বসেই নিজের করোনা টেস্ট করতে পারবেন, আর ল্যাবে যাওয়ার কোন প্রয়োজন হবে না। আরও জানা গিয়েছে, এই কিটে ব্যবহারকারীর সমস্ত তথ্য সুরক্ষিত রাখা হবে এবং এই কিটের দাম পড়ছে ২৫০ টাকা। আগামী সপ্তাহের বাজারে আসছে এই কিট।

vvbkjvbh

জেনে নিন পদ্ধতি-

আইসিএমআর-র মতে যাদের শরীরে করোনার লক্ষণ প্রকাশ পেয়েছে, তারাই এই পদ্ধতির প্রয়োগ করবেন, অযথা অন্য কেউ ব্যবহার না করাই ভালো। প্রেসক্রিপশন ছাড়াই নিজেরা নাকের নমুনা নিয়ে বাড়িতে বসেই এই পরীক্ষা করা যাবে। তবে প্রাপ্তবয়স্করা এটা ব্যবহার করবেন।

একটি থলের মধ্যে থাকছে এই কোভিসেল্ফ কিট। সঙ্গে থাকছে নাকের সোয়াব, কিছুটা ভরা নিষ্কাষণ টিউব এবং টেস্ট কার্ড। এই কিট সংগ্রহের পর ব্যবহারকারীকে প্রথমে মাইল্যাব অ্যাপ ডাউনলোড করে নিজের মোবাইল ফোনে এবং সেখানে নিজেদের শংসাপত্র পূরণ করে নিতে হবে।

bcbjcbsb

টেস্ট করার জন্য প্রথমে কিটের মধ্যে থাকা সোয়াবটি সাবধানের সঙ্গে নিয়ে নাকের একপাশের ভিতরে ২-৩ সেন্টিমিটার পর্যন্ত ঢুকিয়ে প্রায় পাঁচবার ঘুরিয়ে নিতে হবে। এরপর ওই সোয়াবটিকে কিছুটা ভরা নিষ্কাষণ টিউবের মধ্যে ডুবিয়ে ভালো করে চেপে দিতে হবে। খেয়াল রাখবেন, সোয়াবটিতে যে ব্রেকপয়েন্ট রয়েছে, তা নিষ্কাষণ বাফারে ভালো করে মেশানোর সময় সোয়াবটি ভেঙে বাকিটা ফেলে দিতে হবে। হয়ে গেলে ক্যাপ দিয়ে নলটি ভালো করে আটকে রাখুন। শেষ পর্যায়ে অ্যান্টিজেন বাফার মিশ্রণের দুটি পূর্ণ ফোঁটা চেপে নমুনার মধ্যে মেশাতে হবে।

এটি করার ১০-১৫ মিনিটের মধ্যেই আপনি ফলাফল পাবেন। আর যদি ২০ মিনিটের পরও কোন ফল না আসে। তাহলে বুঝবেন আপনার রিপোর্ট নেগেটিভ, তবে ২০ মিনিটের বেশি হয়ে গেলে এই পরীক্ষা বৈধ বলে ধরা হবে না।


Smita Hari

সম্পর্কিত খবর