অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী! ‘হাওয়াই চপ্পল’ সেলফি জোন তৈরি হল রাজ্যের এই জায়গায়

বাংলাহান্ট ডেস্ক : এখন সেলফি তোলা একটা কম্পালসারি পর্যায়ে পড়ে গেছে। নিজস্ব সেলফি হোক কিংবা গ্রুপ সেলফি, বন্ধুবান্ধবদের সাথে আউটিং হোক কিংবা কোনও অনুষ্ঠান, গ্রীষ্ম বর্ষা শীতে সবার সেলফি তোলা চাই-চাই। এই কারণে এখন দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে সেলফি জোন।

বিভিন্ন পর্যটন স্থল থেকে শুরু করে শহরের অলিগলি, বিভিন্ন জায়গায় এই সেলফি জোন তৈরি করা হয়েছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে সেলফি জোনের নামের আগে বা পরে যুক্ত করে দেওয়া হচ্ছে ‘ভালোবাসা’ শব্দটি। তবে এসব থেকে সম্পূর্ণ অন্য ধারার একটি সেলফি জোন তৈরি হল রাজ্যে। ‘হাওয়াই চপ্পল’-এর মাধ্যমে তৈরি করা হল এই সেলফি জোন।

আরোও পড়ুন : পিছিয়ে পড়ছে গীতা LLB! লড়াই জমছে Zee Bangla’ই ফুলকি-জগদ্ধাত্রীর, দেখুন TRP রেটিং চার্ট

কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে বিশাল একটি হাওয়াই চটি, এটিকেই বলা হচ্ছে সেলফি জোন। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের একটি বেসরকারি পর্যটন কেন্দ্রে এই সেলফি জোনটি তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য পর্যটন স্থলগুলির পাশাপাশি নাগড়াকাটা ব্লকও অত্যন্ত জনপ্রিয় পর্যটকদের কাছে।

আরোও পড়ুন : জীবনের প্রথম সিনেমা অক্ষয়ের সাথে, কাজ করেছেন বহু সিরিয়ালে! তবুও কেন সব ছেড়ে সন্ন্যাসী হলেন এই অভিনেত্রী?

অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা জড়িয়ে রয়েছে এই সেলফি জোন তৈরির পিছনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে রাজনীতিতে এসেছেন, তবে থেকেই তাঁকে দেখা যায় হাওয়াই চপ্পলে। রাজনীতির ময়দান থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী সব জায়গায় হাজির হন হাওয়াই চপ্পল পরে।

mamata 88

তাই অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চপ্পলকে মাথায় রেখে এই সেলফি জোনটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এই সেলফি জোন সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। অনেকেই এখানে আসছেন সেলফি তুলতে। কর্তৃপক্ষের আশা আগামী দিনে এই জায়গাটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর