ভক্তের আবদারে বাথরুমেই ” সেল্ফি ” তুললেন এই তারকা র‍্যাপার !

 

বাংলা hunt ডেস্ক : ভক্তের বিড়াম্বনায় প্রায় কোনও না কোনও সময় পড়তে হয়েছে তারকাদের।কিন্তু এইবার ভক্তের আবদার মিটিয়ে মন জয় করে নিলেন এই মুহূর্তে বলিউডের অন‍্যতম ” র‍্যাপার ” রাফতার।

সম্প্রতি একটি অনুষ্ঠান সূত্রে দিল্লির প্রোমিনেড মলে হাজির হয়েছিলেন রাফতার একটি অনুষ্ঠান সূত্রে।সেইখানে এক ভক্তের সাথে আলাপ এর গল্প এবং সেল্ফি তাকে পোস্ট করতে দেখা গেছে নিজের ইন্সটাগ্রাম এ্যকাউন্টে।

b1713 img 20190603 wa0044
ছবি পোস্ট করার পাশাপাশি রাফতার লিখেছেন , ” আমার ভাইয়ের কাছে ডিউটি করা কালীন ফোন ছিলো না তাই ও আমায় বলেছিলো আমার মোবাইলে ছবিটা তোলার জন্য।এবং আমাকে মেল করে দেওয়ার কথাও বলে ও।আমি মেইল আইডি নিলেও চার্জ না থাকার জন্য আমার মোবাইল অফ হয়ে যায়, এবং মেল আইডি সেভ না করার দরুন তা মুছে যায় ফোন থেকে।তাই কেউ যদি এই ভাইকে চেনা তাহলে তাকে বলো এখনা থেকে ছবিটা নিয়ে নিতে ” । শুধু তাই নয়, তিনি পিভিআর এর উদ্দেশ্যে অনুরোধ করেন যে এইরকম ছবি না তুলতে দেওয়ার নিয়ম যেনো তুলে দেওয়া হয়, কারন এই ছোটো ছোটো মুহূর্ত গুলো মানুষের জীবনে খুশি এনে দেয়‌।স্বাভাবিক ভাবেই রাফতারের এমন কাজ প্রশংসিত হচ্ছে সর্বমহলে।

সম্পর্কিত খবর