বুদ্ধবাবুর থেকে অনুপ্রেরণা নিয়ে লকডাউন পালন করুন, টুইটারে লিখলেন মহম্মদ সেলিম

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ঠেকাতে ২১ দিনের লকডাউন দেশজুড়ে। মাত্র ৭ দিনেই ধৈর্য হারিয়েছে মানুষ৷ কোনো কারন ছাড়া অনেকেই বেরিয়ে পড়ছেন রাস্তায়। পরিস্থিতি সামলাতে হিমসিম গোটা প্রশাসন। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে অনুপ্রেরণা হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বর্তমান গৃহবন্দী জীবন তুলে ধরলেন মহম্মদ সেলিম।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গত চার বছর গৃহবন্দী করে রেখেছেন নিজেকে। শোনা যায় সূর্যের আলো পর্যন্ত দেখেন না তিনি। শারিরিক অসুস্থতা নাকি অভিমান ঠিক কি কারনে তিনি নিজেকে গৃহবন্দী করে রেখেছেন তা জানা না গেলেও। পাম অ্যাভিনিউয়ের চারদেওয়ালের ঘরে কিন্তু চার বছরেও ধৈর্য হারা হননি তিনি।

গত চার বছর নিজের সবচেয়ে ভাল লাগার জিনিস বইপড়ায় মন দিয়েছেন। লিখে ফেলেছেন তিন তিনটে বই। যেগুলো রীতিমতো বেস্ট সেলার। শেষ বই স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা তো পুজো বইমেলা কাপিয়ে দিয়েছে। এখন দৃষ্টি শক্তি অত্যন্ত ক্ষীণ তাই বই পড়ার অভ্যাসটাও ছাড়তে হয়েছে তাঁকে।

https://twitter.com/salimdotcomrade/status/1245697255446806535?s=19

প্রসঙ্গত 2018 সালের ব্রিগেডে বামফ্রন্টের জমায়েতে শেষ দেখা গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেটাই হয়তো তার শেষ সর্বসমক্ষে আসা। 21 দিনের লকডাউন যারা ক্লান্ত, তাদের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই চার বছর গৃহবন্দী জীবনের কথা মনে করিয়ে উদ্বুদ্ধ করতে চেয়েছেন মহম্মদ সেলিম। টুইটারে তিনি লিখেছেন, It is with sheer willpower that Comrade Buddhadeb Bhattacharya has not only been able to keep himself isolated but has also penned 3 books during this time. He has not let self-isolation and ill health stop him from reading.

সম্পর্কিত খবর