বাংলাহান্ট ডেস্কঃ হোমের (home) নাম করে করা হত শিশুদের উপর যৌন নিগ্রহ। এমনকি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চড়া দামে বিক্রি করা হত শিশুদেরও। এমনই অভিযোগের ভিত্তিতে সেই হোমে হানা দিয়ে তৃণমূল (tmc) নেত্রীর পুত্রবধূসহ ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনাটা ঘটেছে হাওড়ার সালকিয়ায় (salkia)। অভিযোগ ছিল, সাকলিয়ার করুণা ওয়েস্ট বেঙ্গল উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি নামে ওই হোমে শিশুদের উপর যৌন নিগ্রহ করা হত। আবার ওই হোম থেকেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চড়া দামে শিশুদের বিক্রিও করে দেওয়া হত।
কিছু মাস আগেই হোমের এক কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছিল শিশুদের উপর যৌন নিগ্রহ করার কারণে। পাশাপাশি স্থানীয়রা অভিযোগ জানায়, ওই হোম থেকেই লক্ষ লক্ষ টাকার বদলে শিশু বিক্রি করা হত।
সব অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে সাকলিয়ার করুণা ওয়েস্ট বেঙ্গল উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটিতে হানা দেয় পুলিশ। জানা যায়, ওই হোমের মালিক হাওড়া পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ গীতশ্রী অধিকারী।
এই ঘটনায় গীতশ্রী অধিকারীসহ মোট ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে একজন পুরুষও রয়েছেন। সেইসঙ্গে সিলও করে দেওয়া হয় হোমটি।
প্রসঙ্গত, হাওড়া পুরসভার এই বিদায়ী ডেপুটি মেয়র মিনতি অধিকারী, বিধানসভা নির্বাচনের মুখে দলের বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে বিধানসভা নির্বাচনের সময় দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি।