বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে সামিল হল বেদান্ত-ফক্সকন যৌথ উদ্যোগ (The Veranda-Foxconn Joint Venture)। জানা গিয়েছে, এবার গুজরাটে এই উদ্যোগ তাদের ডিসপ্লে ফ্যাব্রিকেশন এবং সেমিকন্ডাক্টর ফ্যাসিলিটি স্থাপনের জন্য ১.৫৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। পাশাপাশি, ইতিমধ্যেই গত মঙ্গলবার গুজরাট সরকারের সাথে এই সংক্রান্ত একটি MoU (Memorandum of Understanding) স্বাক্ষরিত করেছে তারা। এছাড়াও, বেদান্ত গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনিল আগরওয়াল এই প্রসঙ্গে জানিয়েছেন, দেশে উৎপাদিত সেমিকন্ডাক্টর চিপ ভারতকে একটি নতুন দিগন্ত দেখাবে এবং দৈনন্দিন ব্যবহারের ইলেকট্রনিক গ্যাজেটগুলির খরচও অনেকাংশে হ্রাস করবে।
এছাড়াও তিনি বলেন, “এই প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ভারতে একটি শক্তিশালী উৎপাদন ক্ষেত্র তৈরি করবে। পাশাপাশি, এটি ভারতকে ইলেকট্রনিক পণ্য আমদানি কমাতে সাহায্য করবে। সেমিকন্ডাক্টর প্রকল্প গুজরাটের এক লক্ষ মানুষকে সরাসরি কর্মসংস্থানের সুযোগ দেবে। সর্বোপরি, এটি মোবাইল ও ল্যাপটপের খরচ কমাতেও সাহায্য করবে। এখন বিশ্বের সমস্ত দেশ তাইওয়ানের দিকে তাকিয়ে আছে। কারণ এখন তাদের কাছে গ্লাস এবং সেমিকন্ডাক্টর উভয়েই রয়েছে। তবে, আমরা শীঘ্রই ভারতে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করব।” উল্লেখ্য যে, ফক্সকন হল তাইওয়ানের একটি বহুজাতিক ইলেকট্রনিক্স প্রস্তুতকারক সংস্থা।
এছাড়াও, বেদান্ত গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন, এই বিনিয়োগটি ইলেকট্রনিক ডিভাইস উৎপাদনের জন্য একটি ইকোসিস্টেমকে উৎসাহিত করবে। তিনি বলেন, “কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হবে? কিভাবে আমাদের সন্তানদের উন্নতি হবে? তাদের এখন ল্যাপটপ এবং সেল ফোন দরকার। অর্থনৈতিকভাবে দুর্বল যাঁরা তাঁরা ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করতে পারবেন না। মূলত, এতে দু’টি কাঁচামাল রয়েছে, গ্লাস এবং সেমিকন্ডাক্টর৷ বাকি সব কিছু আমাদের দেশে আমাদের স্টার্ট আপ এবং কারখানা দ্বারা তৈরি করা যেতে পারে। আমি তরুণদের বলতে চাই, চাকরি চাওয়া বন্ধ করুন এবং পরিবর্তে অন্যদের জন্য চাকরি তৈরি করা শুরু করুন। এখন গ্লাস এবং সেমি-কন্ডাক্টরগুলির একটি হাব তৈরি হতে চলেছে।”
বেদান্ত চেয়ারম্যান আরও বলেছেন যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক ভালো পরিকাঠামোর প্রস্তাব দিয়েছিল, যদিও কোনো রকম প্রভাবিত হওয়া ছাড়াই গুজরাটে প্রকল্পটি নিয়ে আসা হয়। সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে ভারত বিশ্বের চতুর্থ দেশ হবে বলেও জানান তিনি। এদিকে, ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার এই মৌ স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত থেকে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে, ভারত সরকার ইলেকট্রনিক, সেমিকন্ডাক্টর পণ্য এবং উপাদানগুলির দেশীয় উৎপাদনকে উৎসাহ দিয়ে ইলেকট্রনিক পণ্য আমদানির উপর নির্ভরতা কমাতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে।
পাশাপাশি, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যে বেদান্ত এবং ফক্সকন গ্রুপের এই মেগা বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে, এই বিশাল বিনিয়োগ ঠিক সেদিনই এল যেদিন তাঁর সরকার এক বছর পূর্ণ করল। এমতাবস্থায়, মুখ্যমন্ত্রী সরকারের কাছ থেকে সমস্ত প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, বেদান্ত এবং ফক্সকন গ্রুপের এই যৌথ উদ্যোগটিকে ঘিরে যথেষ্ট আশাবাদীও তিনি।