গ্যাকপো ম্যাজিকে নক-আউটে ডাচরা, সেনেগালকে বাঁচালেন অধিনায়ক কুলিবালী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের আরম্ভে মঙ্গলবারের প্রথম ম্যাচটিতে হেরে লজ্জার নজির স্থাপন করেছে আয়োজক দেশ কাতার। বিশ্বকাপের প্রথম আয়োজক দেশ হিসেবে কোনও পয়েন্ট না পেয়েই বিশ্বকাপ অভিযান শেষ করেছে ফেলিক্স স্যাঞ্চেজের দল। আজ নিজেদের সাধ্যের মধ্যে স্বাভাবিকভাবেই ভালো ফুটবল খেলে কাতারকে হারিয়েছে নেদারল্যান্ডস।

আগের দুই ম্যাচের বদলে এই ম্যাচে লুইস ফান হালের দলের পারফরম্যান্স অনেক বেশি ভালো ছিল। গত দুই ম্যাচের মতো আজও গোল করেছেন তারকা ডাচ ফরোয়ার্ড কোডি গ্যাকপো। ক্লাসেনের পাস থেকে ২৬ মিনিটে চলতি টুর্নামেন্টে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্র্যাঙ্কি ডি জংয়ের গোল কাতারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়।

অপরদিকে গ্রূপের আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিল সেনেগাল ও ইকুয়েডর। গত বিশ্বকাপে একটুর জন্য নকআউটে ওঠা থেকে বঞ্চিত হয়েছিল সেনেগাল। এবারেও সারের পেনাল্টি থেকে এগিয়ে গিয়েও একইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল ইকুয়েডরের কাইসেডো সমতা ফেরানোয়। তবে স্নায়ুর চাপকে বশ মানিয়ে অধিনায়ক কুলিবালীর গোলে ইকুয়েডরকে হারিয়ে, প্রথম আফ্রিকান দল হিসেবে নিশ্চিত ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলো পর্ব নিশ্চিত করেছে তারা।

বিশ্বকাপের শুরুতেই তারকা ফরোয়ার্ড সাদিও মানের মতো ফুটবলার ছিটকে যাওয়ায় অনেকেই সেনেগালকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। কিন্তু যারা খেলা দেখেছেন, তারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে গ্রূপের তিনটে ম্যাচেই দাপট দেখিয়েছে সেনেগাল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফিনিশিংয়ের অভাবে তাদের হারতে হয়েছে। বাকি দুটি ম্যাচে সেই ভুল করেননি কুলিবালীরা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর