বাংলাহান্ট ডেস্ক: দেশে মদের দোকানের সংখ্যা নেহাত কম না হলেও সেখানে পুরুষের আধিপত্যই বেশি। মহিলারা মাঝে মাঝে দোকানে উপস্থিত হলেও পুরুষের বক্রদৃষ্টির কারনে পারতপক্ষে ওইদিক মাড়ান না। মদের দোকানে কোনও মহিলাকে মদ কিনতে দেখলে নানান সমালোচনার সম্মুখীন হতে হয় তাকে, জোটে নানা তকমা। সমাজও এই বিষয়টা এখন সহজ চোখে দেখতে পারেনি। তাই এবার মহিরাদের সুবিধার্থে এগিয়ে এল মধ্যপ্রদেশ সরকার।
মহিলাদের জন্য আলাদা দুটো মদের দোকান খোলার সিদ্ধান্ত নিল কমল নাথের সরকার।
সূত্রের খবর অনুযায়ী, বিশেষত মহিলাদের জন্য খুলতে চলেছে এই দুটি বিশেষ দোকান। ভোপাল ও ইন্দোরে খুলবে একটি করে দোকান। অপরদিকে জব্বলপুর ও গোয়ালিয়রেও খুলতে চলেছে একটি করে বিশেষ দোকান। মহিলারা যাতে নির্ঝঞ্ঝাট ভাবে পানীয় কিনতে পারে তার জন্যই এই উদ্যোগ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। জানা গিয়েছে জিন, বিয়ার সহ সব রকম মদ্য পানীয় ছাড়াও ওয়াইন এবং হুইস্কিও থাকছে এই দোকান গুলিতে যা মহিলাদের বিশেষ পছন্দের। নয়া দিল্লি, মুম্বইয়ের মতো বড় বড় শহরগুলির ধাঁচেই এই দোকান শুরু করতে চলেছে কমল নাথ সরকার।
খবর অনুযায়ী, বিদেশি পানীয়ের ওপর আপাতত কোনও অতিরিক্ত শুল্ক জারি হচ্ছে না। তবে ১লা এপ্রিল থেকে দেশি বিদেশি সহ সমস্ত রকম মদ্য পানীয়ের দাম ১৫ শতাংশ হারে বাড়ানো হবে। আগামী অর্থবর্ষে আবগারি দফতর থেকে ২০০ কোটি টাকা মুনাফা তোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।
আগামী ওয়াইন ফেস্টিভ্যালের দিনক্ষণও এপ্রিলেই নির্ধারন করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শুধু তাই নয়, পর্যটক টানার জন্য ১৫টি নতুন ওয়াইন শপ খোলা হবে বলেও জানিয়েছেন তাঁরা।