বাংলাহান্ট ডেস্ক : বছরের নবম মাস অর্থাৎ সেপ্টেম্বর শুরু হয়েছে গতকাল থেকেই। আজ ২রা সেপ্টেম্বর সপ্তাহের প্রথম দিন। প্রতিমাসের মতোই সেপ্টেম্বর (September) মাসেও একাধিক ক্ষেত্রে এসেছে কিছু পরিবর্তন। এই পরিবর্তনগুলি আগে থেকে জেনে রাখলে বড় সমস্যা এড়িয়ে চলতে পারেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেপ্টেম্বর (September) মাস থেকে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এসেছে।
সেপ্টেম্বরে (September) বদলে গেল এই নিয়মগুলি
• এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দামের পর্যালোচনা করে দেশের গ্যাস সংস্থাগুলি প্রতিমাসের শুরুতেই এলপিজি (Liquified Petroleum Gas) সিলিন্ডারের দাম বৃদ্ধি বা হ্রাসের সিদ্ধান্ত নিয়ে থাকে। গ্যাস সংস্থাগুলো জানিয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই বাড়তে চলেছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। ১লা সেপ্টেম্বর থেকে প্রতিটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে ৩৯ টাকা করে।
আরোও পড়ুন : আরজি কর কাণ্ডে শিরোনামে অভীক দে! কে এই ব্যক্তি? আসল পরিচয় মাথা ঘুরিয়ে দেবে
• বিনামূল্যে আধার নথি আপডেট : UIDAI জানিয়েছে, বিনামূল্যে আধার নথি (Aadhaar Card) আপডেটের সময়সীমা ১৪ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যদি ঠিকানা, বয়স বা অন্যান্য তথ্য আধারে আপডেট করার প্রয়োজন থাকে তাহলে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সেই কাজ অনলাইনে বিনামূল্যে করতে পারবেন সাধারণ মানুষ।
আরোও পড়ুন : চুলোয় যাবে বৃষ্টি! পুজোর আগে হুড়মুড়িয়ে বাড়বে গরম, ফের কবে ভিজবে দক্ষিণবঙ্গ: আবহাওয়ার খবর
• স্প্যাম কল নিয়ন্ত্রণ : মোবাইল গ্রাহকদের ফোনে প্রায় প্রতিদিন বেড়েই চলেছে স্প্যাম কলের (Spam Call) সংখ্যা। গ্রাহকদের স্প্যাম কলের হাত থেকে রেহাই দিতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই মোবাইল অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে টেলিমার্কেটিং ও বাণিজ্যিক সংস্থাগুলিকে নিবন্ধিত করতে। সেই সময়সীমা ছিল ৩১শে আগস্ট পর্যন্ত। আশা করা হচ্ছে ১লা সেপ্টেম্বর থেকে গ্রাহকদের ফোনে এই ধরনের কলের সংখ্যা অনেকটাই কমতে পারে।
• স্থায়ী আমানতের মেয়াদ বৃদ্ধি : ৩০০ দিন, ৩৭৫ দিন এবং ৪৪৪ দিনের বিশেষ ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) মেয়াদ বৃদ্ধি করার ঘোষণা করেছে আইডিবিআই ব্যাঙ্ক। এছাড়াও ৭০০ দিনের একটি নতুন বিশেষ স্থায়ী আমানত স্কিম আনা হয়েছে ব্যাংকের তরফে। বদল আসছে সুদের হারেও। এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমগুলিতে গ্রাহকরা ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। পাশাপাশি এসবিআই (SBI)-র অমৃত কলশ স্পেশাল এফডি স্কিমে গ্রাহকরা বিনিয়োগ করতে পারবেন ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত।