বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে এলো সেই মুহূর্ত। টেনিসের জগতের সর্বশ্রেষ্ঠ মহিলা টেনিস খেলোয়াড়দের মধ্যে একজন সেরেনা উইলিয়ামস পাকাপাকিভাবে বিদায় জানাচ্ছেন টেনিস কোর্টকে। দীর্ঘ একবছরের বিরতি কাটিয়ে কিছুদিন আগেই উইম্বলডনে কোর্টে ফিরেছিলেন সেরেনা। কিন্তু ওপেনিং রাউন্ডেই হেরে সেই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছিল তাঁকে। এবার নিজের শেষ বড় মাপের প্রতিযোগিতার বিষয়েও নিশ্চিত বার্তা দিলেন ২৩ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।
২০২২-এর শেষ গ্র্যান্ড স্ল্যাম ইভেন্ট ইউএস ওপেন খেলে অবসর নেবেন সেরেনা। এইমুহূর্তে তার ঝুলিতে রয়েছে ২৩ টি সিঙ্গেলস গ্র্যান্ড স্ল্যাম। মহিলাদের টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড রয়েছে মার্গারেট কোর্টের। ১৯৭৭ সালে অবসর নেওয়ার আগে কেরিয়ারে ২৪ টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এই কিংবদন্তি খেলোয়াড়। সেরেনা ২০১৭ সালে নিজের শেষ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতেছিলেন। এরপর চারবার গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছালো ট্রফি অধরা থেকে গিয়েছিল তার। কোর্টকে ছোঁয়ার একটা শেষ সুযোগ সেরেনা উইলিয়ামস পাবেন চলতি বছরের শেষদিকে।
সেরেনা এই প্রসঙ্গে বলেছেন, “অনেক মানুষই আছেন যারা আমাকে সর্বকালের সেরা মানেন না কারণ আমি কোর্টের রেকর্ড ভাঙতে পারিনি। মিথ্যে বলব না যখন আমি নিজে ফাইনাল গুলোতে পৌঁছতাম, তখন একসময় নিজেও ওর রেকর্ড ভাঙ্গার কথা ভাবতাম। কিন্তু সত্যি বলছি এখন আর ঐসব নিয়ে অত চিন্তা মাথায় আসে না। আমি এখন একজন ভালো মা হয়ে ওঠার চেষ্টা করছি। তাই টেনিস জীবনের শেষ কয়েকটা দিন খুব সুন্দর মেজাজে কাটিয়ে যেতে চাই। জানি অনেক ভক্তই আশা করবে যে নিউইয়র্কে আমি কোর্টকে ছুঁয়ে ফেলি এবং আমার শেষটা রূপকথার মতন হোক। কিন্তু আমি এই ব্যাপারটাকে কোনো রূপকথার শেষ অধ্যায়ের মত না দেখে খুব সাধারণভাবেই দেখছি।”
View this post on Instagram
৪০ বছর বয়সী তারকাকে নিজের অবসরের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, “আমি কখনোই এই ‘রিটায়ারমেন্ট’ শব্দটাকে খুব একটা পছন্দ করি না। হয়তো সবচেয়ে ভাল ভাবে আমার এই পরিস্থিতিকে এটা বলেই ব্যাখ্যা করা যায় যে আমার ক্রমবিকাশ বা ইভোলিউশন হচ্ছে।” সেরেনা ২৩ টি সিঙ্গেলস গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি নিজের বড় বোন ভেনাস উইলিয়ামস এর সঙ্গে জুটি বেঁধে ডবলসেও ১৪ টি গ্র্যান্ড স্ল্যামও জিতেছে। সেইসঙ্গে তার ঝুলিতে রয়েছে চারটি অলিম্পিক স্বর্ণপদক যার মধ্যে তিনি একটি সিঙ্গলসে সে এবং তিনটি ডবলসে জিতেছেন।