আরো পাকিয়ে গেল জট, শুক্রবার থেকেই বন্ধ শুটিং! মাথায় হাত দর্শকদের

বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ায় শুটিং (Serial) বিতর্ক অব্যাহত। পরপর বড়পর্দা-ছোটপর্দা মিলিয়ে তিনজন পরিচালকের শুটিং আটকে যাওয়ার প্রভাব জোরালো ভাবে পড়েছে স্টুডিওপাড়ায়। একাধিক সিরিয়ালেরও (Serial) শুটিং আটকে যাওয়ার ভয় দেখা দিয়েছে এমতাবস্থায় পরিচালকদের তরফে সিদ্ধান্ত নেওয়া হল শুটিং বন্ধ রাখার। ফেডারেশনকে একগুচ্ছ শর্তাবলী দিয়ে শুক্রবার থেকেই শুটিং মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

শুটিং (Serial) এর জট কাটল না

বৃহস্পতিবার রাতেই মিটিংয়ে বসেছিল ডিরেক্টরস গিল্ড। কিন্তু সমস্যা সমাধানের বদলে জট আরো পাকিয়েছে। এই মিটিংয়ের পরিচালক সুদেষ্ণা রায় এদিন জানান, ফেডারেশনকে চিঠি লেখা হলেও তার উত্তর আসেনি। ব্রডকাস্টারদেরও চিঠি পাঠানো হয়েছিল। দুজন ব্রডকাস্টার বলেওছিলেন যে তাঁরা মিটমাট করতে চান। কিন্তু তাঁরা এদিন আসেননি বলে অভিযোগ সুদেষ্ণার।

Serial and other shooting to stop from Friday

কী জানাল ডিরেক্টরস গিল্ড: এদিনই পরিচালকদের (Serial)তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, শুক্রবার থেকে ফের বন্ধ হচ্ছে শুটিং (Serial)। সুব্রত সেন এদিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কাজ যেন বন্ধ না হয়। কিন্তু তাঁর নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি। তবে কি পরিচালক ছাড়াই হবে শুটিং (Serial)? সুদেষ্ণা রায় বলেন, তাঁরা নিজেদের প্রত্যাহার করছেন। পরিচালক ছাড়া শুটিং চালাতে পারলে চালাক।

আরো পড়ুন : আঙুল ফুলে কলাগাছ! গ্রাহককে ‘দূর দূর’ করে তাড়ালেন নন্দিনীর বাবা, রেস্তোরাঁয় ভেজ থালির দাম কত জানেন?

কী শর্তাবলী দেওয়া হয়েছে: লিখিত শর্তাবলী দেওয়া হয়েছে ডিরেক্টরস গিল্ডের তরফে। সেখানে লেখা, মৌখিক প্রতিশ্রুতি নয়, সমস্ত দাবিগুলিকে লিখিত ভাবে উত্তর দিতে হবে। যে তিনজন পরিচালককে নিষিদ্ধ করা হয়েছে, কাজ (Serial) বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের লিখিতভাবে জানাতে হবে তাঁরা যেন প্রত্যেকে নির্দ্বিধায় কাজ শুরু করতে পারেন। কোনো অবস্থাতেই লিখিত বা মৌখিক নির্দেশে কারোর কাজ বন্ধ করা যাবে না, এটা লিখিত ভাবে জানাতে হবে।

আরো পড়ুন : উঠেছিল নায়িকা বদলের দাবি, স্লট লিডার হয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষল জি এর মেগা

এছাড়াও বলা হয়েছে, পরিচালক (Serial), প্রযোজক এবং প্রযোজনা সংস্থার তরফে ফেডারেশনকে টেকনিশিয়ানদের লিস্ট শুটিংয়ের আগেই দেওয়া হবে। কিন্তু এ বিষয়ে ফেডারেশনের তরফে কোনো অনুমতির ব্যাপার থাকবে না। লিস্ট নিয়ে সমস্যা থাকলে আলোচনা করা যেতে পারে, কিন্তু কাজ বন্ধের নির্দেশ লিখিত বা মৌখিক ভাবে দেওয়া যাবে না। কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যার ক্ষেত্রে তাঁর গিল্ডকে জানাতে হবে। গিল্ড সদস্যদের নিয়ে অলোচনায় বসবে ফেডারেশনের সঙ্গে। কিন্তু কোনো অবস্থাতেই কাজ আটকানো যাবে না।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর