টেডিবিয়ার ই কিলার, অবলীলায় চলছে হত্যাকাণ্ড

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক :- লাতিন আমেরিকার একটি ছোট্ট শহরে আবিষ্কার হয়েছে এক নতুন চরিত্র নাম দেওয়া হয়েছে ‘টেডি কিলার’। এ যেন অনেকটাই ওই হলিউডের সিনেমা জোকারের মতো। যিনি জোকারের বেশে হত্যালীলা চালান। আর এখানেও ঠিক সেরম, এক ব্যক্তি টেডিবিয়ারের বেশে হত্যালীলা চালান।

 

সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১৪টি হত্যাকাণ্ড সামনে এসেছে। প্রথমদিকে কিছু ব্যক্তি এই টেডিবিয়ার দেখতে পাওয়ার কথা বললেও ওখানকার লোকাল পুলিশ ব্যপারটা বুঝতে পারেনি।

কিন্ত গতকাল রাস্তার সিসিটিভি তে একরকম প্রকাশ্যে একটি হত্যালীলা চালায় এই টেডি। দেখা যাচ্ছে একটি যুবতীর মাথায় ভয়ানক ভাবে একটি বড় হাতুরি দিয়ে মেরে তাকে হত্যা করে এবং পরে একটি ধারালো দিয়ে তার মাথা কেটে সেখান থেকে পালিয়ে যায়। এতে সাধারণ মানুষ বিভৎস ভাবে আতঙ্কে রয়েছে এবং সেখানকার প্রশাসন ইতিমধ্যেই জোড়ালো তদন্ত শুরু করেছে।

X