বাংলাহান্ট ডেস্ক: এপ্রিলেই দাবদাহে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। বেশিরভাগ জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি। কোথাও কোথাও তারও বেশি। এমতাবস্থায় প্রচণ্ড গরমে সারাদিনের কাজ করার পর মা কাকিমা দের মন জুড়োনোর উপায় ছিল সিরিয়াল (Serial)। নায়ক নায়িকা ভিলেনদের কাল্পনিক গল্পেই কিছুক্ষণের জন্য গরম ভুলে থাকার রাস্তা খুঁজে পান তাঁরা। কিন্তু তাতেও এবার আসতে চলেছে বদল।
সিরিয়ালের শুটিং নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। বন্ধ করে দেওয়া হচ্ছে আউটডোর শুটিং। সঙ্গে আনা হচ্ছে আরো কিছু বদল। বাইরের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে অভিনেতা অভিনেত্রী এবং টেকনিশিয়ানদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
ফেডারেশনের স্বরূপ বিশ্বাস জানান, যে পরিমাণে গরম পড়েছে তাতে শুটিং করা খুবই কষ্টকর। আউটডোর শুটিং বন্ধ করার চেষ্টা করছেন তিনি। আনুষঙ্গিক আরো কিছু পরিবর্তন আনতে হবে। শুটিং এর সময়টাতেও কিছু বদল আনার প্রস্তাব রাখতে চলেছেন তিনি। দুপুরের সময়টা যাতে শুটিং বন্ধ রাখা যায় তেমনটাই বলা হবে বলে জানান স্বরূপ বিশ্বাস। এ বিষয়ে আলোচনায় বসার জন্য তিনি প্রযোজক গিল্ড এবং ইম্পাকে মেইল করছেন বলে জানান তিনি।
‘সোহাগ জল’ অভিনেতা হানি বাফনা বলেন, এই গরমে শরীর ঠাণ্ডা রাখতে রোজ শুটিং আসার সময়ে বাড়ি থেকে বেলের শরবত খেয়ে বেরোন তিনি। সঙ্গে খান ডিটক্স ওয়াটার। প্রোটিন খাওয়া কমিয়ে দিয়েছেন। অন্যদিকে পঞ্চমী সিরিয়ালে এই গরমেই আউটডোর শুট করতে হচ্ছে। অভিনেত্রী সুস্মিতা দে বলেন, এই গরমে খালি পায়ে পিচের রাস্তায় হাঁটা খুবই কষ্টকর। তিনি তরমুজ আর ORS খেয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন।
প্রসঙ্গত, সিরিয়ালের শুটিং যে কতটা কষ্টকর তা বারেবারে উঠে এসেছে অভিনেতা অভিনেত্রীদের কথায়। মাসে একটা রবিবারই ছুটি পান তাঁরা। সেটের মধ্যেই চতুর্দিকে আলোর জন্য গরম হয়। তার মধ্যে আবার আউটডোর শুটিং থাকলে এই গরমে অসুস্থ হয়ে পড়ারও সম্ভাবনা থাকছে। তাই ফেডারেশনের এই প্রস্তাবে সুবিধাই হবে কলাকুশলী এবং টেকনিশিয়ানদের।