বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দার কলাকুশলীদের কাছে টিআরপি (TRP) এক বিষম বস্তু। কয়েকটা নম্বরের উপরে নির্ভর করে সিরিয়ালের (Serial) ভবিষ্যৎ। গল্প চলবে কি চলবে না, স্লট বদলে যাবে নাকি একই থাকবে, এর অনেকটাই নির্ভর করে টিআরপির উপরে। কিন্তু এবারে একসঙ্গে হুড়মুড়িয়ে নম্বর কমেছে প্রায় সব সিরিয়ালেরই। কোনোটার বেশি কোনোটার কম। টানটান পর্ব দেখিয়েও তেমন দর্শক টানতে পারছে না একাধিক সিরিয়াল।
অন্যান্য বারের মতো এবারেও শীর্ষস্থানে রয়েছে ‘মিঠাই’ রানী। আগের সপ্তাহের মতো এর সপ্তাহেও একই রয়েছে সিরিয়ালের নম্বর। গত কয়েক সপ্তাহ ধরেই একটানা উত্তেজনার পর্ব চলছে মিঠাইতে। গত সপ্তাহে ওমি আগরওয়ালের মৃত্যু, সিদ্ধার্থর জেলে যাওয়া, জামিনের পর মনোহরায় জন্মাষ্টমীর উৎসব সব মিলিয়ে দর্শককে চ্যানেল বদলানোর সুযোগই দেয়নি মিঠাই। গত সপ্তাহ এবং এই সপ্তাহে মিঠাই পেয়েছে ৮.৩।
স্থান বদলালেও নম্বর কমেছে ‘গৌরীর এলো’র। গত সপ্তাহে ৮.০ নম্বর পেয়েছিল এই সিরিয়াল। এই সপ্তাহে টিআরপি উঠেছে ৭.৯। অনেকটা নম্বর কমেছে স্টার জলসার গাঁটছড়া এবং জি এর লক্ষ্মী কাকিমা সুপারস্টার। খড়ি ঋদ্ধির জুটি গত সপ্তাহে পেয়েছিল ৮.১। এ সপ্তাহে তা নেমে দাঁড়িয়েছে ৭.৪ এ। অপরদিকে লক্ষ্মী কাকিমার ঝুলিতে গত সপ্তাহে উঠেছিল ৭.৬ আর এ সপ্তাহে তা কমে হয়েছে ৭.১।
এই পথ যদি না শেষ হয় এবং খেলনা বাড়ির নম্বর কমেছে। বিশেষ করে নতুন শুরু হওয়া বেশিরভাগ সিরিয়ালের নম্বর অত্যন্ত কমে গিয়েছে। রিয়েলিটি শোগুলির মধ্যে জি বাংলার শোগুলির টিআরপি অনেকটাই বেশি স্টার জলসার তুলনায়।
কিন্তু হঠাৎ সিরিয়ালগুলির এত টিআরপি কমে যাওয়ার কারণ কী? অনেকে মনে করছেন, রাজ্য রাজনীতির নাটকীয় পরিস্থিতিই দর্শকদের ফোকাসটা ঘুরিয়ে দিয়েছে। গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল সংক্রান্ত খবর জানতেই এখন বেশি উৎসুক দর্শকরা। এর আগে ‘অপা’ কাণ্ডের সময়েও আচমকা সিরিয়ালের টিআরপি কমে গিয়েছিল হু হু করে। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।