‘সমগ্র বিশ্বের রাম ভক্তদের স্বপ্ন আজ সত‍্যি হল’, রাম মন্দিরের শুভেচ্ছা জানালেন ধারাবাহিকের রাম-সীতা

বাংলাহান্ট ডেস্ক: ধুমধামের সঙ্গে পালিত হল অযোধ‍্যার (ayodhya) রাম মন্দিরের (ram mandir) ভূমি পূজা (bhumi pujan)। দুপুর ১২:১৫ মিনিট নাগাদ রাম মন্দিরের ভূমি পূজা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দীর্ঘদিন ধরে এই বিশেষ দিনের অপেক্ষায় ছিল গোটা দেশ। রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষে সাজানো হয়েছে গোটা অযোধ‍্যা। গত কয়েকদিন ধরেই ‘অকাল দিওয়ালি’ প্রত‍্যক্ষ করছে অযোধ‍্যাবাসী। রাম মন্দিরের ভূমি পূজা নিয়ে উচ্ছ্বসিত পর্দার রাম সীতাও।
রামানন্দ সাগরের রামায়ণ ধারাবাহিকের রাম অরুন গোভিল এবং সীতা দীপিকা চিখলিয়া, ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষে সকলকে অভিনন্দন জানিয়েছেন তাঁরাও। সমগ্র বিশ্বের রাম ভক্তদের স্বপ্ন আজ সত‍্যি হল, এমনটাই বক্তব‍্য পর্দার রাম সীতার। সোশ‍্যাল মিডিয়ায় নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা।

IMG 20200805 085202

ধারাবাহিকে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুন গোভিল। টুইটে সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকের দিনটি। শ্রীরাম মন্দিরের শিলান‍্যাসের মাধ‍্যমে পুরো দুনিয়ার রাম ভক্তদের স্বপ্ন পূরণ হচ্ছে। আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। জয় শ্রীরাম।’

https://twitter.com/arungovil12/status/1290839193061531648?s=19

৪ঠা অগাস্ট নিজের ইনস্টা হ‍্যান্ডেলে পোস্ট করেন ধারাবাহিকের সীতা ওরফে দীপিকা চিখলিয়া। তিনি লেখেন, ‘গতকাল রাখি ছিল। কিন্তু প্রতি বছরের মতো এ বছর উদযাপন করতে পারিনি। অন‍্যবারে দাদার বাড়ি গিয়ে দাদাকে রাখি বাঁধি ও বৌদিকে লুম্বা বাঁধি। মা, দাদা, বৌদির সঙ্গে গোটা দিনটা কাটাই মজা করে। এবছর দাদাদের ফোনে শুভেচ্ছা জানাতেই কেটে গেল। আগামীকাল রাম জন্মভূমির শিলান‍্যাস। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। রামলালা বাড়ি ফিরছেন। অসাধারন একটা অভিজ্ঞতা হতে চলেছে। মনে হচ্ছে এবছর দিওয়ালি আগেই চলে এসেছে। আমি আবেগাপ্লুত হয়ে পড়ছি। আগামীকালের জন‍্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

https://www.instagram.com/p/CDdUhxGponH/?igshid=1kbmncvwptqxj

প্রসঙ্গত, দীর্ঘ ২০ বছর পর ফের অযোধ‍্যায় এলেন নরেন্দ্র মোদী। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভূমি পূজায় নরেন্দ্র মোদীর সঙ্গে যোগ দেন উত্তর প্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ, রাজ‍্যপাল আনন্দী বেন পটেল, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং রাম মন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নৃত‍্য গোপাল দাস।


Niranjana Nag

সম্পর্কিত খবর