রয়েছে কন্যাশ্রীর টাকা লোপাটের অভিযোগ! গ্রেফতারির পরেও তৃণমূলের শিক্ষক নেতাকে ছেড়ে দিল পুলিশ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মালদার (Malda) মানিকচকের তৃণমূলের শিক্ষক নেতা সুনন্দ মজুমদারের বিরুদ্ধে প্রায় ৫০ জন ছাত্রীর কন্যাশ্রীর টাকা লোপাটের দেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁর বিরুদ্ধে ৪ টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করলেও দীর্ঘ ৪ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তাঁকে গ্রেফতার করা হয়নি।

মালদার (Malda) মানিকচকের তৃণমূলের শিক্ষক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ:

এমতাবস্থায়, SFI-এর তরফে বিক্ষোভ দেখানো হয়। তারপরে ওই শিক্ষককে গ্রেফতার করা হলেও কয়েক ঘন্টার মধ্যেই তাঁকে জামিন দিয়ে দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। যদিও, ওই অভিযুক্ত শিক্ষকের আইনজীবী জানিয়েছেন, পুলিশ ওই শিক্ষককে থানায় ডেকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি, অভিযুক্ত সুনন্দ মজুমদারকে আদৌ গ্রেফতার করা হয়নি বলেও জানান আইনজীবী।

Serious allegations against Malda Trinamool teacher leader.

যদিও, SFI দাবি করেছে, সুনন্দ মজুমদারের ওই ব্লকের দাপুটে তৃণমূল নেতা। শুধু তাই নয়, তিনি মানিকচক (Malda) তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন। আর সেই কারণেই অন্যায় করেও রেহাই পাচ্ছেন তিনি। যদিও, অভিযুক্তের আইনজীবী এহেন দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়েছেন যে, “মানিকচকের এনায়েতপুর হাইস্কুলের স্কুলের প্রধান শিক্ষক বদিউজ জামান তাঁর ব্যক্তিগত আক্রোশের জেরেই সুনন্দবাবুকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন।” পাশাপাশি, মালদা জেলা আদালতে এই প্রসঙ্গে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: এত বড় দুঃসাহস! ভারতের সীমান্তের কাছে লাইভ ফায়ারিং অনুশীলন পাকিস্তানের

ঠিক কী ঘটেছে: জানিয়ে রাখি, মানিকচকের (Malda) এনায়েতপুর হাইস্কুলের ৪৬ জন ছাত্রী কন্যাশ্রীর টাকা পায়নি বলে দাবি করা হয়। পরবর্তীকালে জানা যায় যে, স্কুলের এক ডেটা এন্ট্রি অপারেটর সহ স্থানীয় একটি ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের কর্মীর সাথে ওই টাকা সরিয়ে ফেলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। এই বিষয়টি সামনে আসার পরেই ওই শিক্ষকের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন স্কুলের প্রধান শিক্ষক বাদিউজ জামান।

আরও পড়ুন: ২০২৬ সালের T20 বিশ্বকাপে প্রথমবার খেলবে ১২ টি দল! কোথায় হবে ফাইনাল? জানিয়ে দিল ICC

অভিযোগ পেয়ে পুলিশের তরফে ৪ টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। ওদিকে, অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত শিক্ষক স্কুলে যাওয়া বন্ধ করে দেন বলেও জানা গিয়েছে। এদিকে, দীর্ঘ ৪ মাস ধরে পুলিশ তাঁকে গ্রেফতার করেনি বলেও জানানো হয়। এমতাবস্থায়, সুনন্দ মজুমদারের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে SFI। এদিকে, গত মঙ্গলবার মঙ্গলবার স্কুলে যান সুনন্দবাবু। জানা গিয়েছে যে, মঙ্গলবার রাতেই বাঙালগ্রামের বাড়ি থেকে তাঁকে পুলিশ থানায় নিয়ে গেলেও কয়েক ঘন্টার মধ্যেই তিনি পিআর বন্ডে জামিন পেয়ে যান। এদিকে, এই ঘটনার পরেই জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত একজনকে কীভাবে পুলিশ জামিন দিতে পারে তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X