ভোটষষ্ঠীতেই গুরুতর অসুস্থ তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পান্ডে, ভর্তি রয়েছেন হাসপাতালে

বাংলাহান্ট ডেস্কঃ ভোটষষ্ঠীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পান্ডে (sadhan pande)। গুরুতর অসুস্থতার কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ থাকার কারণে চিকিৎসকের পরামর্শ নিয়েই থাকনে তিনি। তবে ষষ্ঠ দফা ভোটের দিন অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশের করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই সংকটের পরিস্থিতিতে চিকিৎসা ক্ষেত্রেও নানারকম সমস্যা দেখা দিয়েছে। কোথাও বেড নেই, তো কোথাও চিকিৎসক সমস্যা, আবার কোথাও অক্সিজেন সংকটও দেখা দিয়েছে।

SADHAN PANDE

ভোট মরশুমের এই সময়ে করোনা আক্রান্ত হয়ে পড়ছেন শাসক দল থেকে শুরু করে বিরোধী দলের নেতৃত্বরাও। সমস্ত রকম করোনা বিধি নিষেধ মান্য করার পরও আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। তবে ভোটষষ্ঠীতে অসুস্থ তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পান্ডে অসুস্থ হলেও, কি কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তা এখনও জানা যায়নি।

Smita Hari

সম্পর্কিত খবর